Breaking

[2ND Series] Model Activity Task class 6 Environmental Science Part 5 Answer


[2ND Series] Model Activity Task class 6 Environmental Science Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।


 model activity task class 6 part 5 model activity task class 6 science part 5 model activity task class 6 science part 5 model activity task class 6 part 5 history model activity task english class 6 part 5 model activity task class 6 geography part 5


Model Activity Task Class 6 Environmental Science Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 6 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১. ঠিক উত্তর নির্বাচন করা;

১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলাে –  (ক) সােনা  (খ) তামা  (গ) লােহা  (ঘ) অ্যালুমিনিয়াম।

উ: (গ) লােহা

১,২ আয়তন পরিমাপের একক হলাে –  (ক) গ্রাম  (খ) সেন্টিমিটার  (গ) বর্গ সেন্টিমিটার  (ঘ) ঘন সেন্টিমিটার।

উ: (ঘ) ঘন সেন্টিমিটার।

১.৩ অবিশুদ্ধ রক্ত হলাে –  (ক) যে রক্তে কেবল C0, থাকে  (খ) যে রক্তে 0,-এর তুলনায় Co, বেশি থাকে  (গ) যে রক্তে কেবল 0, থাকে  (ঘ) যে রক্তে CO,-এর তুলনায় 0, বেশি থাকে।

উ:  (খ) যে রক্তে 0,-এর তুলনায় Co, বেশি থাকে

২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ SI পদ্ধতিতে বলের একক কী?

উ: নিউটন

২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়?

উ:  জলের গভীরে গেলে তরলের উচ্চতা বাড়ায় তরলের চাপও বৃদ্ধি পায়।

২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায় ?

উ:  মানুষের মস্তিষ্কের খুলিতে।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১  0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করাে।

উ:  আমরা জানি, চাপ = ক্ষেত্রফল/ক্ষেত্রফল

         = 90/0.09 নিউটন/বর্গ মিটার।

         = 1000 নিউটন/ বর্গমিটার।

.:. নির্ণেয় চাপের পরিমাণ = 1000 নিউটন/ বর্গ মিটার।

৩.২ রক্তের কাজ কী কী?

উ: রক্তের কাজগুলি হলাে- 

     (i) জীবাণুদের বিরুদ্ধে দেহে রােগ প্রতিরােধ গড়ে তােলা। 
     (ii) দেহে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা।
    (iii) খাবার হজমের পর দরকারি খাদ্য কণাগুলি শরীরের আনাচে কানাচে পৌঁছে দেওয়া।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ বল বলতে কী বােঝায় ব্যাখ্যা করাে।

উ:  কোনাে স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর বেগ বাড়াতে, কমাতে বা শূন্য করে দিতে বা গতির দিক বদল করতে বাইরে থেকে যা প্রয়ােগ করা হয় তাই হলাে বল। যেমন ড্রয়ার টেনে খােলা ও ঠেলে বন্ধ করা, গড়িয়ে আসা ফুটবলকে পা দিয়ে আটকানাে, স্থির থাকা টেবিলকে টেনে সরানাে। এইরকম নানা কাজে আমাদের কখনও জিনিস টানতে বা কখনও ঠেলতে হয়। এই টানা বা ঠেলা হলাে বল প্রয়ােগ করা।

৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে?

উ: মানবদেহে পাঁজরের ফঁাকে পঞ্জার পেশি এবং বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে মধ্যচ্ছদা। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাচা ফুলিয়ে তােলা হয়, তখন বাতাস ভেতরে ঢােকে। একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলাে ঢিলে হয়ে গেলে বুকের খাচা চুপসে যায় 

No comments:

Post a Comment