|
Model Activity Task |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 geography answers part 5 model activity task class 10 geography part 1 2 3 4 5 model activity task class 10 geography part 5 2021 model activity task class 10 geography part 5 answers model activity task class 10 geography part 5 model activity task class 10 geography part 5 2021
Model Activity Task Class 10 Geography Question and Answers Part 5
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
FOLLOW TELEGRAM CHANNEL (4k)
LIVE ANSWERS ON YOUTUBE (36k)
DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP
DOWNLOAD MODEL ACTIVITY TASK APP
Question And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলাে – ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু খ) সাভানা জলবায়ু গ) মৌসুমী জলবায়ু ঘ) নিরক্ষীয় জলবায়ু
উ: ঘ) নিরক্ষীয় জলবায়ু
১.২ ঠিক জোড়াটি নির্বাচন করাে- ক) চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান – মরা কোটাল খ) পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান – মরা কোটাল গ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব – পেরিজি ঘ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব – অ্যাপােজি
উ: খ) পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান – মরা কোটাল
১.৩ অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলাে – ক) পশ্চিমবঙ্গ খ) গােয়া গ) উত্তরপ্রদেশ ঘ) সিকিম
উ: ঘ) সিকিম
২. স্তম্ভ মেলাও :
উ:
ক’ স্তম্ভ | খ’ স্তম্ভ |
২.১ বিশুদ্ধ কাঁচামাল | (খ) তুলাে |
২.২ ক্রান্তীয় ঘূর্ণবাত | (গ) ইয়াস |
২.৩ পেরু স্রোত | (ক) আটাকামা মরুভূমি |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ জোয়ার-ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করাে।
উ: পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের ফলে সমুদ্রের জলরাশি বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই বল পৃথিবীর মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে চন্দ্রের মহাকর্ষ বল অপেক্ষা পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল অধিক শক্তিশালী হওয়ায় জোয়ার ভাটার সৃষ্টি হয়।
৩.২ নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
(ক) বায়ুর চাপ (খ) স্থায়িত্ব (গ) আবহাওয়ার প্রকৃতি
উ:
বিষয় | ঘূর্ণবাত | প্রতীপ ঘূর্ণবাত |
বায়ুর চাপ | কেন্দ্রে নিমচাপ ও বাইরে উচ্চচাপ থাকে কেন্দ্রে উচ্চচাপ থাকে | কেন্দ্রে উচ্চচাপও বাইরে নিম্নচাপ। |
স্থায়িত্ব | স্বল্প স্থায়ী | দীর্ঘ স্থায়ী |
আবহাওয়ার প্রকৃতি | প্রচুর ঝড় বৃষ্টি হয়। | শান্ত আবহাওয়া থাকে |
8. ভারতের কোন অঞলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও |
উ: ভারতের অধিকাংশ কফি দক্ষিণ ভারতের তিনটি রাজ্যে উৎপাদন করা হয়। যথা,-
কর্ণাটক : ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ভারতের মােট উৎপাদনের 72% কফি উৎপাদিত হয়। এই রাজ্যের চিকমাগালুর, হাসান, কোদাগু, কুর্গ, মাইসাের, শিমােগা প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়।
কেরল : ভারতের মধ্যে কফি উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতের মােট উৎপাদনের 20% কফি উৎপাদিত হয়। ওয়ানড়, পালাক্কাড়, ইদুক্কি প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়।
তামিলনাড়ু : ভারতের মধ্যে কফি উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। ভারতের মােট উৎপাদনের 6% কফি উৎপাদিত হয়। নীলগিড়ি, সালেম, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুনেলভেলি প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়।
কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ উষ্ণতা: 20c -30c উষ্ণতা কফি চাষের জন্য
আদর্শ।
বৃষ্টিপাত: 150-250 সেমি বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রয়ােজন।
আর্দ্রতা: আর্দ্রতা কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে।
মৃত্তিকা: লৌহ-পটাশযুক্ত উর্বর লাল পেঁয়াশ মাটি ও মৃদু অম্লধর্মী হিউমাস মাটি কফি চাষের পক্ষে উপযােগী।
জমির প্রকৃতি :জলনিকাশী ব্যবস্থাযুক্ত পাহাড়ী ঢালু জমি।
ছায়াপ্রদানকারী বৃক্ষ : প্রত্যক্ষ সূর্যকিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকারক। তাই কফি বাগিচাগুলােতে ছায়াপ্রদানকারী বৃক্ষ যেমন কলা গাছ লাগানাে হয়।
পেঁয়াশ মাটি টা কী? 😂
ReplyDelete