মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা
বুক রিভিউ ও সাজেশন
দশম শ্রেণির ভৌতবিজ্ঞান সিলেবাসের ষষ্ঠ অধ্যায় 'চলতড়িৎ' (Current Electricity) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ওহমের সূত্র, রোধ, রোধাঙ্ক, তড়িৎপ্রবাহের তাপীয় ফল (জুলের সূত্র), বৈদ্যুতিক ক্ষমতা এবং গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনী নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে গাণিতিক সমস্যা ও তাত্ত্বিক প্রশ্ন উভয়ই পরীক্ষায় আসে। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুবিকল্প ভিত্তিক, সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন এবং তাদের উত্তর দেওয়া হলো। আশা করি, এই সাজেশনটি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে।
Overview & Study Guide
Chapter 6 'Current Electricity' is a vital part of the Class 10 Physical Science syllabus. This chapter covers Ohm's Law, resistance, resistivity, heating effects of current (Joule's Laws), electric power, and domestic electric circuits. Both numerical problems and theoretical questions are common from this chapter. This guide provides a curated list of MCQs, short answer, and long answer type questions to help students prepare effectively for their 2026 examination.
আমাদের প্রকাশিত বইসমূহ
ষষ্ঠ অধ্যায়: চলতড়িৎ (সাজেশন ও প্রশ্নোত্তর)
- 1. EMF-এর SI একক হল- উত্তর: [A] ভোল্ট
- 2. 3Ω ও 6Ω দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ- উত্তর: [C] 2Ω
- 3. তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যাবহারিক প্রয়োগ- উত্তর: [C] কুকার (অথবা ফিউজ)
- 4. 100W বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে- উত্তর: [A] 6000J
- 5. শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে বিবেচিত হয়- উত্তর: [A] লেঞ্জের সূত্র
- 6. নিউট্রাল তারের বর্ণ- উত্তর: [A] হালকা নীল
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. দুটি আধানের মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল ______। উত্তর: বল।
- 2. কোন পরিবাহী দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ ______ × সময়। উত্তর: প্রবাহমাত্রা।
- 3. টামব্লার হল এক ধরণের ______। উত্তর: সুইচ।
- 4. একটি তড়িৎবাহী সলিনয়েড ______ ন্যায় আচরণ করে। উত্তর: দণ্ড চুম্বকের।
- 5. বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় ______ তারের কুণ্ডলী। উত্তর: নাইক্রোম।
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের গমন করে। - সত্য
- 2. তড়িৎ বিভবের S.I. এক হল ভোল্ট। - সত্য
- 3. পরমাণু ঋণত্মক তড়িৎগ্রস্ত কণিকাটির নাম প্রোটন। - মিথ্যা
- 4. 1 কুলম্ব = 3 × 10⁹ e.s.u। - মিথ্যা (প্রশ্নপত্রে মান ভুল থাকার কারণে)
- 5. থ্রি-পিন প্ল্যাগে বড় পিনটি যুক্ত থাকে লাইভ তারের সাথে। - মিথ্যা
আমাদের প্রকাশিত বইসমূহ
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. নষ্ট ভোল্ট | (a) রোধাঙ্ক |
| 2. কাচ | (b) ওহমিয় পরিবাহী |
| 3. Ω.m | (c) অন্তরক |
| 4. ওহম সূত্র | (d) কোশের অভ্যন্তরীন রোধ |
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. রোধের অনোন্যক | (a) পরিবাহিতাঙ্ক |
| 2. সাইমেন্স | (b) ওহম |
| 3. অর্ধপরিবাহী | (c) পরিবাহিতা |
| 4. রোধের একক | (d) অ-ওহমিয় পরিবাহী |
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. কোশের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য কী? উত্তর: (i) মুক্ত বর্তনীতে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে তড়িৎচালক বল বলে। বদ্ধ বর্তনীতে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে, তাকে বিভব প্রভেদ বলে। (ii) তড়িৎচালক বল বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ তড়িৎচালক বলের ফল।
- 2. কোনো পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর: (i) দৈর্ঘ্যের ওপর: R ∝ l (অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে)। (ii) প্রস্থচ্ছেদের ওপর: R ∝ 1/A (অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে)। (iii) উপাদানের ওপর: বিভিন্ন উপাদানের রোধ বিভিন্ন হয়।
- 3. নষ্ট ভোল্ট কী? উত্তর: বহির্বর্তনীতে তড়িৎ চলনরত অবস্থায় কোশের তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের বিয়োগফল, কোশটির নিজের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিভব প্রভেদের সমান হয়। এই অভ্যন্তরীণ বিভব প্রভেদকেই নষ্ট ভোল্ট বলা হয়।
- 4. ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: (i) এটি টিন (25%) ও সিসার (75%) সংকর ধাতু দিয়ে তৈরি। (ii) এর গলনাঙ্ক কম এবং রোধাঙ্ক বেশি হয়।
- 5. BOT বা কিলোওয়াট ঘণ্টা কি? উত্তর: 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎযন্ত্রের 1 ঘণ্টায় কৃতকার্য বা ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণকে 1 BOT একক বা 1 কিলোওয়াট ঘণ্টা বলা হয়।
- 6. একটি বাতির গায়ে 200V 100W লেখা আছে। অর্থ কি? উত্তর: বাতিটিকে 220V বিভব পার্থক্যযুক্ত সরবরাহ লাইনে যুক্ত করলে সেটি সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলবে ও বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি ব্যয় করবে।
- 7. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো। উত্তর: বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের ও মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়াশীল বলের দিক নির্দেশ করবে।
- 8. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। উত্তর: চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ রেখে তড়িৎবাহী তারের ওপর দিয়ে একজন লোক হাত ছড়িয়ে সাঁতার কাটলে লোকটির বামহাত যেদিকে প্রসারিত হবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে।
- 9. ডানহাতের মুষ্টি নিয়মটি লেখো। উত্তর: একটি পরিবাহী তারকে ডান হাতের মুঠোর সাহায্যে যদি এমনভাবে জড়িয়ে ধরা হয় যে, বুড়ো আঙুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে অন্য আঙুলগুলির অগ্রভাগ চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে।
- 10. DC অপেক্ষা AC ব্যবহারের সুবিধা কী কী? উত্তর: (i) AC উৎপাদন খরচ অনেক কম। (ii) ট্রান্সফর্মার ব্যবহার করে AC বিভবের মান বাড়ানো বা কমানো যায়। (iii) উচ্চ কম্পাঙ্ক যুক্ত AC বহু দূরে সম্প্রচার করা যায়।
আমাদের প্রকাশিত বইসমূহ
1. ওহমের সূত্র লেখো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা প্রতিষ্ঠা করো।
উত্তর: ওহমের সূত্র: তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতী হয়।
রোধের সংজ্ঞা: ধরি, AB একটি পরিবাহী, এর মধ্য দিয়ে I প্রবাহমাত্রা যাচ্ছে। A ও B বিন্দুর বিভব পার্থক্য = Va - Vb। ওহমের সূত্র অনুযায়ী, Va - Vb ∝ I বা V = RI (R = ধ্রুবক বা রোধ)। ∴ R = V/I। সংজ্ঞা: কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহমাত্রার অনুপাতকে রোধ বলা হয়।
2. 220V - 60W ও 110V - 60W বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো।
উত্তর: প্রথমটির ক্ষেত্রে R1 = V²/P = (220)²/60 = (220×220)/60 Ω।
দ্বিতীয়টির ক্ষেত্রে R2 = V²/P = (110)²/60 = (110×110)/60 Ω।
নির্ণেয় অনুপাত R1:R2 = (220×220)/60 : (110×110)/60 = 4:1।
3. 10Ω রোধের একটি তারের মধ্য দিয়ে 2 min ধরে 5A প্রবাহমাত্রা গেল। উৎপন্ন তাপের মান cal এককে নির্ণয় করো।
উত্তর: R = 10Ω, I = 5A, t = 2 min = 120 sec।
উৎপন্ন তাপ H = (I²Rt)/J = (25×10×120)/4.2 = 7143 cal (প্রায়)।
4. একটি 220V-25W ও 220V-100W বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করে 220V বিভব যুক্ত লাইনে ব্যবহার করলে কোন্টি বেশি উজ্জ্বল হবে?
উত্তর: 25W বাতির রোধ R25 = V²/P = (220)²/25 = 1936Ω।
100W বাতির রোধ R100 = V²/P = (220)²/100 = 484Ω।
যেহেতু R25 > R100, তাই শ্রেণি সমবায়ে 25W বাতিটির রোধ বেশি হওয়ায়, বেশি তাপ উৎপন্ন করবে ও অধিক উজ্জ্বলভাবে জ্বলবে।
5. ওহমীয় ও অ-ওহমীয় পরিবাহীর পার্থক্য লেখো।
উত্তর: (i) ওহমীয় পরিবাহী ওহমের সূত্র মেনে চলে (যেমন-তামা, রূপা), কিন্তু অ-ওহমীয় পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না (যেমন-অর্ধপরিবাহী)। (ii) ওহমীয় পরিবাহীর I-V লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা হয়, কিন্তু অ-ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এটি সরলরৈখিক হয় না।
6. সমান্তরাল সমবায় ও শ্রেণি সমবায়ের পার্থক্য লেখো।
উত্তর: (i) শ্রেণি সমবায়ে একটি রোধের শেষ প্রান্ত অন্যটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু সমান্তরাল সমবায়ে সকল রোধের এক প্রান্ত একটি বিন্দুতে ও অন্য প্রান্ত অপর একটি বিন্দুতে যুক্ত থাকে। (ii) শ্রেণি সমবায়ে একটি যন্ত্র খারাপ হলে পুরো বর্তনী বন্ধ হয়ে যায়, কিন্তু সমান্তরাল সমবায়ে একটি যন্ত্র খারাপ হলেও অন্যগুলিতে প্রভাব পড়ে না।
7. তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।
উত্তর: (i) রোধ (R) ও সময় (t) স্থির থাকলে উৎপন্ন তাপ (H) প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক (H ∝ I²)। (ii) প্রবাহমাত্রা (I) ও সময় (t) স্থির থাকলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক (H ∝ R)। (iii) রোধ (R) ও প্রবাহমাত্রা (I) স্থির থাকলে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক (H ∝ t)।
8. বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য বা বায়ুপূর্ণ না করে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পূর্ণ করা হয় কেন?
উত্তর: বায়ুশূন্য বাল্বে ফিলামেন্ট উচ্চতাপে দ্রুত বাষ্পীভূত হয়ে ছিঁড়ে যেতে পারে। আবার বায়ুপূর্ণ থাকলে ফিলামেন্ট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়ে নষ্ট হতে পারে। নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পূর্ণ থাকলে ফিলামেন্টের জারণ ও বাষ্পীভবন রোধ করা যায়, ফলে বাল্বের জীবনকাল বৃদ্ধি পায়।
আমাদের প্রকাশিত বইসমূহ
উপসংহার
চলতড়িৎ অধ্যায়ের এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওহমের সূত্র, জুলের সূত্র এবং গাণিতিক সমস্যাগুলো ভালো করে অভ্যাস করবে। বর্তনী চিত্র এবং ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো মনে রাখা জরুরি। নিয়মিত অনুশীলন তোমাদের সাফল্য নিশ্চিত করবে।
Conclusion
These questions from the Current Electricity chapter are very important for the Madhyamik exam. Practice Ohm's Law, Joule's Law, and numerical problems thoroughly. It is essential to remember circuit diagrams and the characteristics of fuse wires. Regular practice will ensure your success.