Model Activity Task |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।
model activity task class 9 history part 1 answer মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 ইতিহাস part 2 model activity task class 9 history part 1 answers model activity task class 9 geography part 2 model activity task class 9 history part 3 model activity task class 9 history part 2 2021
Model Activity Task Class 9 History Question and Answers Part 5
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download 👉 : Click here
FOLLOW TELEGRAM CHANNEL (4k)
LIVE ANSWERS ON YOUTUBE (36k)
DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP
DOWNLOAD MODEL ACTIVITY TASK APP
Question And Answers:
১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
উ:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
১.১ ইয়ং ইতালি | (খ) জোসেফ ম্যাৎসিনি |
১.২ সেফটি ল্যাম্প | (ঘ) হামফ্রি ডেভি |
১.৩ ইউটোপীয় সমাজতন্ত্র | (ক) সাঁ সিমা |
১.৪ রক্ত ও লৌহ নীতি | (গ) বিসমার্ক |
২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে :
২.১ ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে।
উ: সত্য
২.২ শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়।
উ: সত্য
২.৩ হিটলারের ভাষায় ইতালি ছিল – একটি ভৌগােলিক সংজ্ঞা মাত্র।
উ: মিথ্যা
২.৪ এড্রিয়ানােপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে।
উ: সত্য
৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ রিসর্জিমেন্টো কী?
উ: কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্যদিয়ে ইটালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়।
৩,২ ঘেটো কাকে বলা হত?
উ: ইউরােপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় (যেমন ইহুদিরা) তাদের নিরাপত্তাব্ধ স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় এক সঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হত ঘেটো। উল্লেখ্য ঘেটো কথাটির উদ্ভব হয় ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে।
৪. সাত ৰা আটটি বাক্যে উত্তর দাও :
কাকে মুক্তিদাতা জার’ বলা হয় এবং কেন ?
উ: দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। জার দ্বিতীয় আলেকজাণ্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ববন্ধন থেকে মুক্তি দেবার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত।
সিংহাসনে আরােহনের পর জার ২য় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য সংস্কার হলাে ভুমিদাষ প্রথার উচছেদ । রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার ২য় আলেকজান্ডারকে মুক্তিদাতা ভারি বলা হয়।
ভুমিদাস প্রথা বিলােপের সিদ্ধান্ত গ্রহণঃ জার সিংহাসনে আরােহণ করে অনুধাবন করলেন যে, রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে ১মাত্র ভুমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভুমিদসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ণ করলে রাষ্ট্র তাদের বাধা দিত। ভুমিদাসরা বংশানুক্রমে ভুমিদাসের কাজ করতাে।
আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলােপের ঘােষণাপত্রঃ ১৮৭১ সালের ১৯ ফ্রেবুয়ারী মুক্তির ঘােষণা দারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন। এ ঘােষণা অনুযায়ী ভুমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায় ভুমিদাসরা নাগরিক অধিকার লাভ করে
জমিদারদের ভুমির একাংশ ভূমিদাসরা পায় ও কৃষরা জীবীকা নির্বাহের সুযােগ পায় জমিদাররা জমির জন্য ক্ষতিপুরণ সরকারের কাছ থেকে পায়
কৃষকেরা ৪র্থ বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশােধ করবে
No comments:
Post a Comment