Model Activity Task |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।
Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 5
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
model activity task class 10 physical science part 5 model activity task class 10 physical science part 5 model activity task class 10 geography part 5 model activity tax class 10 life science part 5 model activity task class 10 life science part 5 model activity task class 10 life science part 5 answers
FOLLOW TELEGRAM CHANNEL (4k)
LIVE ANSWERS ON YOUTUBE (36k)
DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP
DOWNLOAD MODEL ACTIVITY TASK APP
Question And Answers:
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :
১.১ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করাে —
(ক) মিষ্টি আলু (খ) কচুরিপানা (গ) আদা (ঘ) পাথরকুচি
উ: (ঘ) পাথরকুচি
১.২ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করাে — (ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে (খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম (গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম (ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযােগ ঘটানাে সম্ভব নয়
উ: (গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
১.৩ নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করাে — (ক) অতিরিক্ত বাষ্পমােচন রােধ করার জন্য ফণিমনসার পা কাটায় রূপান্তরিত হয়েছে (খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে (গ) পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে (ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে
উ: (ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :
২.১ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উ: বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং প্রজননের সক্ষমতা লাভ করে।
২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখাে : মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের ললাম, গিনিপিগের মসৃণ লােম
উ: গিনিপিগের মসৃণ লোম
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
ব্যবহার ও অব্যবহারের সূত্র :ল্যামার্ক :: প্রাকৃতিক নির্বাচন : ________________
উ: ডারউইন
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ স্বপরাগযােগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করাে।
উ:
সুবিধা - স্বপরাগযােগ পদ্ধতিতে পরাগযােগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়ােজন হয় না।
অসুবিধা - স্বপরাগযােগ পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলি দুর্বল প্রকৃতির হয়।
৩.২ “একসংকর জননে F, জনুর ফিনােটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে” – উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করাে।
উ: মেন্ডেল জনিতৃ জনুতে বা P জনুতে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্বকায় বা বেঁটে মটর গাছের ইতর পরাগযােগ ঘটান।যদি বিশুদ্ধ লম্বা মটর গাছের অ্যালিল TT এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছের অ্যালিল tt হয়, প্রথম অপত্য জনু F প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর লম্বা গাছ গুলির মধ্যে স্ব পরাগ যােগ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা F তে 3:1 অনুপাতে লম্বা ও বেঁটে মটর গাছ অর্থাৎ 75% লম্বা ও 25% বেঁটে মটর গাছ উৎপন্ন হয়। দেখা যাচ্ছে, দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনােটাইপিক অনুপাত 3:1 (3টি লম্বা ও 1টি বেঁটে) হলেও জিনােটাইপিক অনুপাত (যা জিন বিশ্লেষণে প্রাপ্ত) 1:2:1 অর্থাৎ25% বিশুদ্ধ লম্বা(TT), 50% সংকর লম্বা (Tt) ও 25% বিশুদ্ধ বেঁটে (tt) মটর গাছ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ ডারউইনের মতবাদ অনুসারে ‘যােগ্যতমের উদ্বর্তন’ কীভাবে ঘটে ব্যাখ্যা করাে। “শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে” – বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করাে।
উ:
যােগ্যতমের উদবর্তন [Survival of the fittest]:- ডারউইনের মতে যেসব প্রকার বা ভেদ জীবের জীবনসংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযােজনমূলক,তারাই কেবল বেঁচে থাকবে এবং তাদের উদবর্তন ঘটবে।অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হবে।প্রসঙ্গত উল্লেখযােগ্য যে কোনও একটি বিশেষ পরিবেশে একটি জীব বাঁচার অযােগ্য হলেও অন্য কোনও পরিবেশে সে বাঁচার যােগ্য বলে বিবেচিত হতে পারে।উদাহরণ হিসেবে বলা যায় যে,ছােটো লােমওয়ালা কুকুর কলকাতার গ্রীষ্মপ্রধান পরিবেশে বাঁচার উপযুক্ত হলেও মেরুপ্রদেশের জমাট শীতে বাঁচার অযােগ্য।একইভাবে মেরুপ্রদেশের বড়াে লােমওয়ালা কুকুর সেই দেশে বসবাসের যােগ্য হলেও কলকাতায় বসবাসের অযােগ্য।
শিম্পাঞ্জি অতি বুদ্ধিমান প্রাণী।এরা নানাভাবে দৈনন্দিন সমস্যার সমাধান করে। (i) এরা গাছের সােজা ও সরু ডাল ভেঙ্গে উই পােকার টিপিতে গর্ত করে, উইপােকা ডাল বেয়ে উঠে এলে শিম্পাঞ্জি সেগুলাে খায়।(ii) এরা মানুষের মতাে হাতুড়ি ও নেহাই ব্যবহার করে বাদামের খােসা ভাঙ্গে। শক্ত পাথরেরপাটাতন এর ওপর গাছের ডাল বা পাথর দিয়ে একাজ তারা করে থাকে।(iii)এছাড়াও এরা নিজেরা নিজেদের ডাক্তার। এরা Aspilia Rudis সহ 19 টি ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করে।
2.2 is wrong answer. Right answer is "Green fruit of Pea". Besides, some typing mistakes are is spoiling the beauty of the page. BTW I am a daily reader of this type of pages made by you.
ReplyDeleteIs it right ans?
Delete