Breaking

[2ND Series] Model Activity Task class 9 Physical Science Part 5 Answer




পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 9 Physical Science Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 9 Questions PDF Download 👉 :  Click here


মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 physical science part 5 model activity task class 9 physical science part 5 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class-9 ভৌতবিজ্ঞান part-5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 physical science part 5 model activity task class 9 physical science part 5 model activity task class 9 physical science answer


FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ জলের যে ধর্মের জন্য একটি ছােট পােকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলাে (ক) জলের ঘনত্ব (খ) জলের সান্দ্রতা (গ) জলের তাপ পরিবাহিতা (ঘ) জলের পৃষ্ঠটান।

উ:  (ঘ) জলের পৃষ্ঠটান

১.২ নীচের যে মিশ্রণটি একটি অদ্রব বা ইমালশনের উদাহরণ সেটি হলাে – (ক) কুয়াশা (খ) ধোঁয়াশা সমান (গ) দুধ (ঘ) জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ।

উ:  (গ) দুধ

১.৩ শক্তির মাত্ৰীয় সংকেত হলাে – (ক) MLT (খ) ML-2T (গ) MLT-2 (ঘ) MT-2T।

উ: (গ) MLT-2

২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :

২.১ SI এককে এক মােল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত ?

উ:  44×10^-3 kg

২.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে?

উ:  ইস্পাতের

২.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখাে।

উ:  NaHCO3 সোডিয়াম বাই কার্বনেট

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ এক লিটার দ্রবণে 18 g গ্লুকোজ (আণবিক ওজন 180) আছে। দ্রবণের মােলার মাত্রা নির্ণয় করাে।

উ: 
1 লিটার দ্রবণে গ্লুকোজ আছে 18g
গ্লুকোজ এর আণবিক ওজন =180
1 মোল গ্লুকোজ = 180 g
180 g গ্লুকোজ = 1 মোল
1 g গ্লুকোজ = (1/180) মোল
18 g গ্লুকোজ =(18/180) মোল =0.1 মোল
1 লিটার দ্রবণে দ্রবীভূত গ্লুকোজের পরিমাণ 0.1 মোল
প্রদত্ত দ্রবণের মাত্রা 0.1 মোল/লিটার

৩.২ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করাে।

উ:  বিকারক: বেরিয়াম ক্লোরাইড (BaCl2) বিকারক হিসেবে ব্যাবহার করা হলো
সমীকরন: H2So4+BaCl2= BaSo4+2HCl
লঘু HCl এর জলীয় দ্রবণে দ্রবনে BaCl2 যোগ করা হলে কোন অধঃক্ষেপ পড়ে না।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M| বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করাে।

উ:   
আমরা জানি, হালকা বস্তুর ভর= m

ভারী বস্তুর ভর= M

ধরি,বস্তু দুটির ভরবেগ = p

হালকা বস্তুর গতিশক্তি, E1= (p2/2m).........(i)

ভারী বস্তুর গতিশক্তি,E2= (p2/2M)........(ii)

(i) ÷ (ii) করে পাই,
(E1/E2)=(M/m) >1
E1>E2

বস্তুটির ভরবেগ সমান হলে হালকা বস্তুটির গতিশক্তি বেশি

No comments:

Post a Comment