মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা
বুক রিভিউ ও সাজেশন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির ভৌতবিজ্ঞান সিলেবাসের অন্তর্গত 'আয়নীয় ও সমযোজী বন্ধন' (Ionic and Covalent Bonding) অধ্যায়টি রসায়নের ভিত্তি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস, অষ্টক সূত্র, আয়নীয় ও সমযোজী যৌগ গঠনের প্রক্রিয়া এবং তাদের ধর্মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। ইলেকট্রন ডট গঠন এবং বিভিন্ন যৌগের প্রকৃতি বোঝা এই অধ্যায়ের মূল লক্ষ্য। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই অধ্যায়ের প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করা প্রয়োজন।
Overview & Study Guide
The chapter 'Ionic and Covalent Bonding' is a fundamental part of the Class 10 Physical Science syllabus. It covers the stable electronic configuration of atoms, the octet rule, mechanisms of forming ionic and covalent compounds, and their respective properties. Understanding electron dot structures and the nature of various compounds is the core objective of this chapter. Practicing questions from this section is essential for achieving high scores in the Madhyamik examination.
আমাদের প্রকাশিত বইসমূহ
৮.২ রাসায়নিক বন্ধন (সাজেশন ও প্রশ্নোত্তর)
- 1. কোন্টিতে সমযোজী বন্ধন বর্তমান?- উত্তর: [A] HCI
- 2. কোন্টির মধ্যে সমযোজী, আয়নীয় ও অসমযোজী তিনটি বন্ধন আছে?- উত্তর: [C] NH₄Cl
- 3. N₂ অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা- উত্তর: [C] 3
- 4. প্রদত্ত কোন্টি আয়নীয় যৌগ?-- উত্তর: [D] MgCl₂
- 5. জলে অদ্রাব্য সমযোজী যৌগ হল- উত্তর: [A] বেঞ্জিন
- 6. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযোজী যৌগ হল-- উত্তর: [A] খাদ্যলবণ
- 7. নীচের কোন্ মৌলটি তড়িৎযোজী ও সমযোজী দু'প্রকার বন্ধন গঠনে সক্ষম? উত্তর: [A] H
- ৪. কোন্টির গলনাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর: [D] NaCl
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. বিজ্ঞানী ______ সমযোজী বন্ধনের মডেল উপস্থাপন করেন। উত্তর: গিলবার্ট নিউটন লুইস।
- 2. মৌলের সমযোজ্যতা পরিমাপ করা হয় গঠিত ______ সংখ্যার দ্বারা। উত্তর: ইলেকট্রন-জোড়।
- 3. কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়ে ______ লাভ করে। উত্তর: সুস্থিতি।
- 4. একই প্রকারের 4টি বন্ধন আছে এমন সমযোজী পদার্থের উদাহরণ হল ______। উত্তর: মিথেন।
- 5. আয়নীর যৌগের ক্ষেত্রে ______ দ্বারা ওজন পরিমাপ করা যায়। উত্তর: সংকেত ওজন।
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. তড়িৎ পরিবহণে অক্ষম C6H12O6। - সত্য
- 2. কার্বনে একাধিক যোজ্যতা দেখা যায়। - মিথ্যা
- 3. একটি পোলার দ্রাবকের উদাহরণ হল বেঞ্জিন। - মিথ্যা
- 4. আয়নীয় বন্ধনের ধারনা দেন বিজ্ঞানী কোসেল। - সত্য
- 5. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযোজী যৌগ হল খাদ্যলবণ। - সত্য
আমাদের প্রকাশিত বইসমূহ
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. জলে অদ্রাব্য | (a) NaCl |
| 2. পোলার দ্রাবক | (b) C6H6 |
| 3. তড়িৎ যোজী যৌগ | (c) H2O |
| 4. অধ্রুবীয় দ্রাবক | (d) CHCl3 |
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. আয়নীয় বন্ধনের ধারনা | (a) মিথেন |
| 2. সমযোজী বন্ধনের ধারনা | (b) কোসেল |
| 3. তড়িৎযোজী যৌগ | (c) সোডিয়াম ক্লোরাইড |
| 4. সমযোজী যৌগ | (d) লুইস |
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. ইলেকট্রন-ডট গঠন লেখো: H2O, NaCl, N2, NH3, CaO উত্তর: (i) H2O: H:Ö:H (ii) NaCl: Na⁺ [:Cl:]⁻ (iii) N2: :N≡N: (iv) NH3: H:N:H (H) (v) CaO: Ca²⁺ [:Ö:]²⁻
- 2. প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও তড়িৎযোজী যৌগের নাম ও সংকেত লেখো। উত্তর: সমযোজী যৌগ-জল (H₂O)। তড়িৎযোজী যৌগ-NaCI (সোডিয়াম ক্লোরাইড)।
- 3. Na ও Na+ এর মধ্যে কোন্টি বেশি সুস্থিত ও কেন? উত্তর: Na+ বেশি সুস্থিত। কারণ Na+ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে (2, 8)।
- 4. কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন? উত্তর: কঠিন NaCI-এ আয়নের অস্তিত্ব থাকলেও বিপরীত আধানগ্রস্ত আয়নগুলির তীব্র আকর্ষণ বলের কারণে আয়নগুলি গতিহীন থাকে। কিন্তু গলিত অবস্থায় দ্রাবকের প্রভাবে আয়নগুলি উপাদান আয়নে বিভাজিত হয়ে কেলাস থেকে বিচ্ছিন্ন হয় ও সচল হয়, সেই কারণে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না।
- 5. আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন যথাযথ কেন? উত্তর: নির্দিষ্ট সংকেত যুক্ত যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য, কিন্তু যেসব পদার্থের অণুর পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর শব্দটি প্রযোজ্য। NaCI-এর পৃথক কোন অণুর অস্তিত্ব না থাকার জন্য এক্ষেত্রে সংকেত ভর কথাটি অধিক যথাযত।
- 6. রাসায়নিক বন্ধন কাকে বলে? উত্তর: যোজ্যতা-কক্ষে ইলেকট্রন গ্রহণ অথবা যোজ্যতা-কক্ষ থেকে ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির সর্ববহিঃস্থ কক্ষে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে রাসায়নিক বন্ধন বলে।
- 7. অষ্টক সূত্র কাকে বলে? উত্তর: রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌলের পরমাণু তাদের যোজ্যতাকক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস লাভের প্রবণতা দেখায়। মৌলসমূহের পরমাণুগুলির সর্ববহিঃস্থ ইলেকট্রনীয় কক্ষের অষ্টক পূর্ণ করার স্বাভাবিক প্রবণতাকে অষ্টক সূত্র বলে।
আমাদের প্রকাশিত বইসমূহ
উপসংহার
আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়টি রসায়নের মৌলিক ধারণা গঠনের জন্য অপরিহার্য। ইলেকট্রন ডট গঠন এবং যৌগের প্রকৃতি সংক্রান্ত প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করা প্রয়োজন। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই সাজেশনটি মনোযোগ দিয়ে পড়লে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।
Conclusion
The Ionic and Covalent Bonding chapter is essential for building fundamental concepts in chemistry. Practicing electron dot structures and questions related to the nature of compounds is crucial. Questions from this chapter are highly likely to appear in the exam. Therefore, studying this suggestion carefully will surely benefit you and help you score well.