Model Activity Task |
Model Activity Task Class 6 History Question and Answers
Download PDFQuestion And Answers:
১. ঠিক-ভুল নির্ণয় করো :
(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য।
উত্তরঃ ঠিক
(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন।
উত্তরঃ ভুল
(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু।
উত্তরঃ ঠিক
২. স্তম্ভ মেলাও :
ক - স্তম্ভ |
খ - স্তম্ভ |
শকাব্দ গুপ্তাব্দ হর্ষাব্দ |
হর্ষবর্ধন কণিষ্ক প্রথম চন্দ্রগুপ্ত |
উত্তরঃ
ক - স্তম্ভ |
খ - স্তম্ভ |
শকাব্দ গুপ্তাব্দ হর্ষাব্দ |
কণিষ্ক প্রথম চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন |
৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি - দুটি বাক্যে) :
(ক) কোন্ অঞ্চলের আর্যাবর্ত বলা হয়?
উত্তরঃ বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে আর্যাবর্ত বলা হয়। ভারতবর্ষের এই উত্তর অংশে সাধারণভাবে আর্যরা বসবাস করত বলে ওই অঞ্চলে আর্যবর্ত বলা হত|
(খ) প্রায়-ঐতিহাসিক যুগ কাকে বলে?
উত্তরঃ প্ৰাক-ঐতিহাসিক যুগের পর এক সময় মানুষ লিখতে শিখল| কিন্তু সেই সময়কার লেখা এখন কেউ পড়তে পারে না। এই সময়কে প্রায়-ঐতিহাসিক যুগ বলা হয়।
৪. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য) :
(ক) প্রশক্তি কী? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে?
উত্তরঃ প্রশস্তি কথার অর্থ হল গুনােগান| অনেক শাসকের গুনােগান লেখাে হিসাবে খােদাই করা হতাে| সে গুলিকে বলা হয় প্রশস্তি। যেমন - সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। প্রাচীন ভারতের প্রত্নবস্তুগুলির মধ্যে পাওয়া মুদ্রায় শাসকের নাম ছবি ইত্যাদি খােদাই করা আছে|ওই মুদ্রা গুলিতে লেখা অব্দ এবং ছবি থেকে শক ও কুষাণদের অনেক ইতিহাস জানা যায়।
(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী?
উতরঃ সাহিত্য উপাদানের সমস্যা গুলি হল-
(১) বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন | ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল।
(২) অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল|
(৩) কাব্য-নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না।
(৪) অধিকাংশ সাহিত্যের বর্ণনা মনগড়া|
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 6 part 9 history model activity task class 6 history part 9 model activity task class 6 history.
No comments:
Post a Comment