Model Activity Task |
Model Activity Task Class 6 Bengali Question and Answers
Download PDFQuestion And Answers:
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ খোলের মধ্যে বোঝাই করা রয়েছে -
(ক) ধান
(খ) আলু
(গ) গম
(ঘ) শুকনো খড়ের আঁটি
উত্তরঃ (ঘ) শুকনো খড়ের আঁটি
১.২ নদীর ধারে রয়েছে -
(ক) অশ্বন্ত গাছ
(খ) একটি বড়ো নৌকো
(গ) রাখাল
(ঘ) পথিক
উত্তরঃ (খ) একটি বড়ো নৌকো
১.৩ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো -
(ক) নীল নির্জন
(খ) যেতে পারি কিন্তু কেন যাব
(গ) প্রান্তরেখা
(ঘ) ছড়ানো ঘুঁটি
উত্তরঃ (ক) নীল নির্জন
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'ভরদুপুরে' শব্দটির অর্থ কী?
উত্তরঃ মাঝ দুপুরে বা মধ্যদুপুরে।
২.২ 'ভরদুপুরে' কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে?
উত্তরঃ রাখলারা গাছের তলায় শুয়ে দেখছে - মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে।
২.৩ 'ভরদুপুরে' কবিতায় বর্ণিত 'গালচে' টি কী দিয়ে প্রস্তুত?
উত্তরঃ ভরদুপুরে কবিতায় বর্ণিত ‘গালচে নরম ঘাস দিয়ে প্রস্তুত।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ 'ভরদুপুরে' কবিতায় 'অশ্বন্থ' গাছটিকে 'পথিকজনের ছাতা' বলা হয়েছে কেন?
উত্তরঃ গ্রীষ্মের দুপুবে ‘অশথ গাছ’ তার অজস্র শাখাপ্রশাখাকে ছাতার মতাে বিস্তৃত কবে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দান কবে। তাই ‘অশথ গাছ’-কে পথিকজনের ছাতা বলা হয়েছে।
৩.২ 'ভরদুপুরে' কবিতায় নদীর ধারের চিত্রটি কীভাবে উপস্থাপিত হয়েছে?
উত্তরঃ ভরদুপুর কবিতায় নদীর ধারে বাধা বসেছে শুকনাে খডের আটি বােঝাই কাদের একটা বড় নৌকো - এই চিত্রটি কবিতায় উপস্থাপিত হয়েছে।
৩.৩ 'আঁচল পেতে বিশ্বভুবন / ঘুমোচ্ছে এইখানে'। - কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন?
উত্তরঃ প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘ভরদুপুরে' নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলােচ্য কবিতায় গ্রামবাংলার এক উদাস মধ্যাহ্নের চিত্র অঙ্কন করেছেন| যেখানে নগরজীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ-শান্ত করা মনােরম উদার গগন, ধূ ধূ মাঠ, নদীর কূলে বাঁধা খড় বােঝাই নৌকা, অশথের ছায়াঘেরা সবুজ কার্পেট আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে| গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন নাগরিক জীবনের কর্মচাঞ্চল্য নেই এখানে সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভাের হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে, বিশ্বভুবন গ্রামবাংলার বুকে অচল পেতে ঘুমােচ্ছে৷
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
'ভরদুপুরে' কবিতায় গ্রামবাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও।
উত্তরঃ কবি নীবেন্দ্রনাথ চক্রবর্তী গ্রামবাংলার এক অলস মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন। শহুবে কর্মকোলাহল থেকে দূবে এক অলস দুপুবে অশ্বথ গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে। দূবে চবে বেড়াচ্ছে গােরুবাছুবের দল। মৃদুমন্দ বা বাতাস মাঠের মিহি ধুলাে উড়িয়ে যাচ্ছে। নদীর কূলে কাদের যেন খড় বােঝাই নৌকো বাঁধা বয়েছে। নৌকো চালানাের মতাে তাগিদ দেখা যাচ্ছে না কাবাে। গৃহস্থবা ঘরে ঘরে ঘুম দিচ্ছে, তাদের মধ্যেও নেই কর্মচাঞ্চল্য। সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে। এখানে দুপুরের অলস আবেশ ঘিবে ধবেছে সকলকেই। নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে এই গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র। এমনই এক অলস দুপুরের চিত্র আলোচ্য কবিতায় ফুটে উঠেছে।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 6 bengali 2022 model activity task class 6 part 9 bengali model activity task class 6 bengali.
No comments:
Post a Comment