Model Activity Task |
Model Activity Task Class 6 Environmental Science Question and Answers
Download PDFQuestion And Answers:
১. শূন্যস্থা পূরণ করো :
১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে _________ পাওয়া যায়।
উত্তরঃ কুইনাইন
১.২ সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে _________ গ্যাস ত্যাগ করে।
উত্তরঃ অক্সিজেন
১.৩ পাঁউরুটি তৈরি করতে লাগে এককোশী ছত্রাক __________।
উত্তরঃ ইস্ট
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ সিল্ক কোথা থেকে পাওয়া যায়?
উত্তরঃ সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে
২.২ পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তরঃ পরাগমিলন এর সাহায্য করে এমন একটি প্রাণী হল মৌমাছি।
২.৩ মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো।
উত্তরঃ মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবী হলো উকুন।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ জামাকাপড়ের জন্য মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে?
উত্তরঃ জামাকাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকাংশেই নির্ভর করে। কার্পাস, শিমুল, পাট - ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে তন্তু তৈরি হয় সেইসব তন্তু দিয়েই তৈরি হয় সুতাে। আর সেই সুতাে দিয়ে তৈরি হয় অনেক দামী দামী পােশাক।
৩.২ "প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে" - দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তরঃ
(১) প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়ােজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পায়।
(২) বিভিন্ন উদ্ভিদ থেকে যেমন সিঙ্কোনা, সর্পগন্ধ , তুলসী , বাসক প্রভৃতি গাছের বিভিন্ন অংশ থেকে নানান রকম ঔষধি দ্রব্য তৈরি হয়।
৩.৩ মানুষ খাবারের জন্য কীভাবে প্রাণীদের ওপর নির্ভর করে?
উত্তরঃ মানুষ তাদের নিত্যপ্রয়ােজনীয় খাবারের জন্য উদ্ভিদের উপর প্রচন্ড ভাবে নির্ভর করে। প্রতিদিনের ব্যবহার করা চাল ধানগাছ থেকে পাওয়া যায়। তাছাড়া আটা ও বিভিন্ন সবজি উদ্ভিদের - ই অংশবিশেষ। শুধু তাই নয় , বিভিন্ন মসলা থেকে শুরু করে বিভিন্ন ফল এর জন্য মানুষকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়।
৩.৪ বর্তমানে চাষের কাজে কেন নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে?
উত্তরঃ চাষের কাজে লাঙল-চষা হাড়ভাঙ্গা খাটুনি কমানাের জন্য নানা প্রাণীদের কাজে লাগানাে হতাে। ফলে চাষের কাজে অনেক সহজ হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানারকম যন্ত্রপাতি। কারণ পশুদের বিশ্রাম প্রযােজন কিন্তু যন্ত্রপাতি একটানা অনেকক্ষণ কাজ করতে পারে। পশুর তুলনায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে অনেক কাজ করা যায়। তাই চাষের কাজে বর্তমানে নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ "উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে" - একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তরঃ উদ্ভিদরা প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে।নিচে কতগুলাে আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে তা বােঝানাে হলাে -
(১) গাছের পরাগমিলন এ মৌমাছি, প্রজাপতি প্রভৃতি পতঙ্গ এবং হামিং বার্ড এর মত পাখিরা সাহায্য করে। নতুন উদ্ভিদ তৈরীর জন্য পরাগমিলন খুবই জরুরী।
(২) গাছের বংশবিস্তারে বিভিন্ন পাখি, কুকুর , বাদুড় ইত্যাদি প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সাহায্য করে। এই সমস্ত প্রাণীরা খাবার খেয়ে বীজগুলাে দূরে ছড়ায়। আবার কেউ কেউ তার শরীরের সঙ্গে গাছের ফল আটকে দূরে ছড়িয়ে দেয়। উপরের তিনটি উদাহরণ থেকে খুব সহজেই বােঝা যায় যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল।
৪.২ "ধানখেতে অ্যাজেলা চাষ করলে আর সার দিতে লাগে না" - ব্যাখ্যা করো।
উত্তরঃ আসলে অ্যাজোলা হলাে এক ধরনের পানা। অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে।এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেন কে বেঁধে ফেলে সার তৈরি করতে পারে।তাতে অ্যাজোলার উপকার হয়।কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়।এতে দুজনেরই বােঝাপড়া থাকে ফলে দুজনেরই উপকার হয়।তাই ধানক্ষেতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে না।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment