Model Activity Task |
Model Activity Task Class 6 Geography Question and Answers
Download PDFQuestion And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ সূর্যের আলোয় আলোকিত হয় না -
(ক) বুধ
(খ) চাঁদ
(গ) প্রক্সিমা সেনটাউরি
(ঘ) বৃহস্পতি
উত্তরঃ (গ) প্রক্সিমা সেনটাউরি
১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল -
(ক) ছায়াপথ
(খ) নীহারিকা
(গ) ধূমকেতু
(ঘ) উল্কা
উত্তরঃ (খ) নীহারিকা
১.৩ সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো -
(ক) বুধ
(খ) শুক্র
(গ) মঙ্গল
(ঘ) পৃথিবী
উত্তরঃ (খ) শুক্র
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থা পূরণ করো ঃ
২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হলো ___________।
উত্তরঃ একটি বামন গ্রহের উদাহরণ হলো প্লুটো।
২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ___________ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।
উত্তরঃ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।
২.২ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
২.২.১ আকাশ গঙ্গা ২.২.২ নীল গ্রহের
চারদিকে ঘোরে ২.২.৩ বৃহত্তম গ্রহাণু |
১। সেরেস ২। ছায়াপথ ৩। চাঁদ |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
২.২.১ আকাশ গঙ্গা ২.২.২ নীল গ্রহের
চারদিকে ঘোরে ২.২.৩ বৃহত্তম গ্রহাণু |
২) ছায়াপথ ৩) চাঁদ ১) সেরেস |
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার সমস্যা সৃষ্টি হয় কেন?
উত্তরঃ সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ গুলাে ক্ষতিগ্রস্ত হয় এবং যােগাযােগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়
৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ ধূমকেতুর বৈশিষ্ট্য হলাে:
(১) ঝাটার মত লেজ বিশিষ্ট।
(২) সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলাে, গ্যাস জ্বলতে থাকে।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
উত্তরঃ
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তরঃ আমরা জানি, সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রায়ই 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় এই সূর্য। সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, আর ৩ লক্ষ গুন ভারী| সূর্যরশ্মি 200 কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়| সূর্যের দীপ্তময় উপরিতলকে বলে আলােক মন্ডল, তার উপরে থাকে লালচে বর্ণের বর্ণমন্ডল আর বর্ণমন্ডলের উপরে থাকে করােনা যা সূর্য গ্রহণের সময় দেখা যায় রাসায়নিক উপাদান হাইড্রোজেন 71% হিলিয়াম ২৬.৫ % এবং অন্যান্য ২.৫ % সূর্যের বয়স ৫ বিলিয়ন বছর এবং জীবিতকাল আনুমানিক 10 বিলিয়ন বছর।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 6 geography part 9 model activity task class 6 geography part 9 model activity task class 6 geography model activity task class 6 geography answer.
No comments:
Post a Comment