Model Activity Task |
Model Activity Task Class 10 Geography Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :পরিচিতি ও অনুশীলন
ভূগােল
দশম শ্রেণি
১. সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তােমার বিদ্যালয়ের ভূমিকাকে বােঝানাের জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলাে—
ক) এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়
খ) এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয়।
গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
ঘ) এখানে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টি হয় না
উত্তরঃ গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়?
ক) পরিমিত ব্যবহার
খ) পুনর্ব্যবহার
গ) পুনর্নবীকরণ
ঘ) জমি-ভরাটকরণ
উত্তরঃ ক) পরিমিত ব্যবহার
৩. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?
ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
খ) ঝুম চাষ
গ) সামাজিক বনসৃজন
ঘ) নর্মদা বাঁচাও আন্দোলন
উত্তরঃ গ) সামাজিক বনসৃজন
8. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলাে
ক) ধান
খ) পাট
গ) গম
ঘ) চিনাবাদাম
উত্তরঃ ঘ) চিনাবাদাম
৫. নীচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?
ক) জলবিদ্যুৎ উৎপাদন
খ) সেচ
গ) জলদূষণ নিয়ন্ত্রণ
ঘ) বন্যা নিয়ন্ত্রণ
উত্তরঃ গ) জলদূষণ নিয়ন্ত্রণ
৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?
ক) কয়লা
খ) ম্যাগনেটাইট
গ) চ্যালকোপাইরাইট
ঘ) বক্সাইট
উত্তরঃ ঘ) বক্সাইট
৭. নীচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
ক) ভূতাপশক্তি
খ) পশুবর্জ্য
গ) সূর্যালােক
ঘ) জোয়ারভাটা
উত্তরঃ খ) পশুবর্জ্য
৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলাে
ক) কার্পাসবয়ন শিল্প
খ) পেট্রোরাসায়নিক শিল্প
গ) লৌহ-ইস্পাত শিল্প
ঘ) মােটরগাড়ি নির্মাণ শিল্প
উত্তরঃ গ) লৌহ-ইস্পাত শিল্প
৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?
ক) মুম্বাই ও চেন্নাই
খ) বারাণসীও কন্যাকুমারী
গ) শিলচর ও সুরাট
ঘ) দিল্লি ও কলকাতা
উত্তরঃ খ) বারাণসীও কন্যাকুমারী
১০. দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
ক) পাট শিল্প
রেশম বস্ত্রশিল্প
গ) চা শিল্প
ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
উত্তরঃ ক) পাট শিল্প
১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব ?
ক) দাঁড় টানা নৌকা
খ) উড়ােজাহাজ বা এরােপ্লেন
গ) ব্যক্তিগত গাড়ি
ঘ) বাস
উত্তরঃ ক) দাঁড় টানা নৌকা
১২. তুমি যদি ভারতের কোনাে কফি বাগিচায় অবস্থান করাে, তাহলে তুমি আছাে
ক) দক্ষিণ ভারতে
খ) পূর্ব ভারতে
গ) উত্তর ভারতে
ঘ) পশ্চিম ভারতে
উত্তরঃ ক) দক্ষিণ ভারতে
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযােজ্য নয়?
ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি
ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না
উত্তরঃ ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যােগাযােগ মাধ্যমটি হলাে
ক) ল্যান্ডলাইন দূরভাষ
খ) নথিভুক্ত ডাক
গ) কুরিয়ার ব্যবস্থা
ঘ) টেলিগ্রাম
উত্তরঃ ঘ) টেলিগ্রাম
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নীচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
ক) কাঁচামাল হিসাবে তুলাের সহজলভ্যতা
খ) সুলভ বিদ্যুৎ
গ) অনুন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা
ঘ) বস্ত্রের বিপুল চাহিদা
উত্তরঃ গ) অনুন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা
১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যে হলাে
ক) বন্যপ্রাণ সংরক্ষণ
খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
গ) পর্যটন শিল্পের উন্নতি
ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
উত্তরঃ খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
১৭. সারণিতে ২০১৫-১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলাে। নীচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানাে যায় ?
উত্তরঃ খ)
১৮. ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞল দেখানাে হয়েছে। ফসল দুটি কী কী?
ক) গম ও ইক্ষু
খ) ডাল ও জোয়ার
গ) ধান ও গম।
ঘ) কাপসি ও চা
উত্তরঃ গ) ধান ও গম।
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
mcq adaptation package class 10 geography answers mcq adaptation package class 10 history mcq adaptation package class 10 life science mcq adaptation package class 10 bengali mcq adaptation package math class 10 mcq adaptation package class 10 math answers mcq adaptation package class 10 life science answers mcq adaptation package class 10 math pdf model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment