Model Activity Task |
Model Activity Task Class 9 Geography Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৪=৪
১.১ নিরক্ষীয়তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলাে –
ক) ৯০° খ) ৬০°
গ) ০° ঘ) ৩০°
উত্তরঃ গ) ০°
১.২ ঠিক জোড়াটি নির্বাচন করাে —
ক) ভঙ্গিল পর্বত – ব্যারেন খ) স্তুপ পর্বত – হিমালয়
গ) আগ্নেয় পর্বত – সাতপুরা ঘ) ক্ষয়জাত পর্বত — আরাবল্লী
উত্তরঃ ঘ) ক্ষয়জাত পর্বত — আরাবল্লী
১.৩ শিমধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেরে রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয় তা হলাে -
ক) অগারযােজন। খ) আর্দ্র-বিশ্লেষণ
গ) জলযােজন। ঘ) জারণ
উত্তরঃ ঘ) জারণ
১.৪ উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হলাে
ক) নদীগুলি খরস্রোতা নয়
খ) বরফগলা জলে পুষ্ট
গ) নদীগুলির অসংখ্য শাখানদী আছে
ঘ) অধিকাংশ নদী পশ্চিমবাহিনী
উত্তরঃ খ) বরফগলা জলে পুষ্ট
২. শুম্ভ মেলানাে : ১x৪=৪
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.১ ক্ষুদ্রকণা বিশরণ |
i) ভারতীয় প্রমাণ সময় |
২.২ কানাডা |
ii) উষ্ণ মরু অঞ্চল |
২.৩ এলাহাবাদ |
iii) রাঢ় অঞ্চল |
২.৪ বীরভূম |
iv) মহাদেশীয় শীল্ড মালভূমি |
উত্তরঃ
ক স্তম্ভ | খ স্তম্ভ |
২.১ ক্ষুদ্রকণা বিশরণ | ii) উষ্ণ মরু অঞ্চল |
২.২ কানাডা | iv) মহাদেশীয় শীল্ড মালভূমি |
২.৩ এলাহাবাদ | i) ভারতীয় প্রমাণ সময় |
২.৪ বীরভূম | iii) রাঢ় অঞ্চল |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ কী কারণে কালবৈশাখী হয়?
উত্তরঃ নিম্নলিখিত কারণে কালবৈশাখী হয় - মার্চ-এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল থাকে। এ সময় স্থলভাগ ধীরেধীরে উত্তপ্ত হতে থাকলে বায়ুর আদ্রর্তা কমে গিয়ে বায়ু হালকা হতে থাকে এবং নিম্নচাপের সৃষ্টি হয়। নিকটবর্তী সমূদ্রের শীতল ও আর্দ্র বায়ু শূন্যস্থান পূরণের জন্য প্রবল বেগে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসতে থাকে এবং ঝড়ের সূচনা হয়।
৩.২ আবহবিকারের দুটি ফলাফল উল্লেখ করাে।
উত্তরঃ অবহবিকারের দুটি ফলাফল হলো -
1) ভু আস্তরনের উৎপত্তি:- আবহবিকারের ফলে শিলা সমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে একপ্রকার ভূ-আস্তরণের সৃষ্টি করে, যা রেগােলিথ নামে পরিচিত। এটি শিলা ও মৃত্তিকার মধ্যবর্তী অবস্থা।
2) মৃত্তিকার উৎপত্তি :- রেগােলিথ থেকে পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়। ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের শুষ্ক ও আর্দ্র আবহাওয়ার কারণে রাসায়নিক আবহবিকারের হার অত্যন্ত বেশি। এই কারণে উক্ত অঞ্চলটিতে ল্যাটেরাইট মৃত্তিকার উদ্ভব ঘটে। কালে মুত্তিকার সৃষ্টি হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪, ১ স্তুপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখাে। ৩x১=৩
উত্তরঃ স্তুপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য হলাে -
1) সৃষ্টি :- দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উখিত হলে কিংবা, দুটি সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ বসে গেলে স্তুপ পর্বত সৃষ্টি হয়।
2) প্রযুক্ত বল :- স্তুপ পর্বত গঠনে অনুভূমিক ও উলম্ব বল পরস্পর কাজ করে।
3) পর্বত শীর্ষ :- স্তুপ পর্বতের শীর্ষভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ :- ভারতের বিন্ধ্য, সাতপুরা প্রভৃতি স্তুপ পর্বতের উদাহরণ
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ ভূজালকের সাহায্যে কীভাবে পৃথিবীপৃষ্ঠের কোনাে স্থানের অবস্থান নির্ণয় করা হয়? ৫x১=৫
উত্তরঃ অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সাহায্যে কোন জায়গার অবস্থান নির্ণয় করা হয়। অক্ষরেখা ও দ্রাঘিমারেখা যখন পরস্পর লম্বভাবে ছেদ করে তখন অক্ষরেখা ও দ্রাঘিমার সমন্বয়ে তৈরি হয় এক জালক (grid), একে ভুজালক বলে।
ভুজালকের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের যেকোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। পূর্ব-পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমারেখা পরস্পরকে ছেদ করে বলে ভূপৃষ্ঠে সৃষ্টি হয় এক ভােগলিক জালকের। এই জালকের ছেদ বিন্দুগুলির সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থান, জায়গা বা অঞ্চলের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তাই মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা উভয়ই দেখানাে থাকে। কোন জায়গার অবস্থান বা স্থানাঙ্ক বলতে হলে ওই স্থানটির অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই জানতে হবে।
চাংশ এক উদাহরণ:- কলকাতার অবস্থান বা স্থানাঙ্ক 22°30' উত্তর অক্ষাংশ এবং ৪৪°30' পূর্ব দ্রাঘিমা। অর্থাৎ, 22°30' উত্তর অক্ষরেখা এবং ৪৪°30' পূর্ব দ্রাঘিমা রেখা পরস্পর যেখানে ছেদ করেছে, সেই ছেদবিন্দুটি হল ভূপৃষ্ঠের উপর কলকাতার অবস্থান। উপরের চিত্রে গ্লোবের উপর A, B, C, D প্রভৃতি স্থানের অবস্থান ভূজালকের মাধ্যমে দেখানাে হয়েছে।
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task class 9 geography part 7 model activity task class 9 geography part 7 answer model activity task class 9 geography part 7 model activity task class 9 geography part 7 model activity task class 9 english part 7 model activity task class 9 bengali part 7 model activity task class 9 bengali part 7 model activity task class 9 geography part 7 pdf
No comments:
Post a Comment