Breaking

Model Activity Task class 8 History Part 4 Answer


Model Activity Task class 8 History Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 8 History Question and Answers Part 4  


PDF Download :


Model Activity Task Class 8 Questions PDF Download Click here


Question And Answers:


১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে :

(ক) ১৭১৭ খ্রিষ্টাব্দে _______  কে বাংলার নাজিম পদ দেওয়া হয় (মুর্শিদকুলি খান/সাদাৎ খান /আলিবর্দি খান)।

উ: মুর্শিদকুলি খান


(খ) ১৭২২ খ্রিষ্টাব্দে ___________ এর নেতৃত্বে অযযাধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে (নিজাম-উল-মুলক/সাদাং খান/সফদর জং)।

উ: সাদাত খান


(গ) ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন (ফররুখশিয়র / নিজাম-উল-মুলক/সাদাৎ খান)।

উ: নিজাম উল মুলক


২. সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করাে :

উ: 

সন্ধি চুক্তিসময়কালস্বাক্ষরকারীফলাফল
লবাই১৭৮২ খ্রিঃমারাঠা ও ইংরেজ কোম্পানিপ্রথম ইঙ্গমারাঠা যুদ্ধের অবসান
বেসিন১৮০২ খ্রি:কোম্পানি ও পেশােয়াঅধীনতা মূলক মিত্রতা নীতি স্থাপন
লাহাের১৮৪৬ খ্রি:ইংরেজ ও শিখদেরজলন্ধার দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন


সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ):

(ক) কে, কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন?

উ: ভারতের সিভিল সার্ভিস এর প্রকৃত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। প্রশাসনিক কাজের মানকে আরাে উন্নত ও দ্রুতগামী করার জন্য সিভিল সার্ভিস চালু করেন। তাঁর উদ্দেশ্য ছিল কোম্পানির শাসনকালে আমলাতন্ত্রকে সংগঠিত করা। এছাড়াও ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করে গড়ে তােলা।


(খ) ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল?

উ: ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ভিত্তিভূমি তৈরি করেন ইউরােপীয় খ্রিস্টান মিশনারী। ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যাপ্টিস্ট মিশন নারীদের অবদান স্মরণীয়।

      ব্যাপ্টিস্ট মিশনারি তিন সদস্য ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড। এই তিনজন একত্রে শ্রীরামপুরে ছাপাখানা, '' ও 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করেন। এছাড়াও ২৬ টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন।


৪. নিজের ভাষায় লেখাে (১২০-১৬০ টি শব্দ);

জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল?

উ: ভারতের ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা নিয়ে নানান রকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ছিল তাদের মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ছিল। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিকে নিয়ে যে পদক্ষেপ নিয়েছিল সেগুলি হল - 

   জমি জরিপ : ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি জরিপের জন্য এক দল খোঁজ করতে থাকেন। অবশেষে ১৭৬০ খ্রিস্টাব্দে নতুন ২৪ পরগনার জমি জরিপের কাজ শুরু করেন তবে তার অসমাপ্ত কাজ শেষ করেন হগ ক্যামেরন। 

    নদীপথ : ১৭৬৪ সালে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল সার্জারি বিভাগের প্রধান হিসেবে নিয়ােগ করেন জেমস রেনেলকে। তিনি বাংলা নদীপথ গুলি জরিপ করে মােট 16 টি মানচিত্র তৈরি করেছিলেন সেই প্রথম বাংলার নদীর গতিপথের মানচিত্র বানানাে হয়। 

   বাের্ড অফ রেভিনিউ গঠন : বাংলার জমি জরিপ করে কোম্পানি রাজস্ব নির্ণয় বিষয়ে তৎপর হয়ে ওঠে। ১৭৭০ খ্রিস্টাব্দের মুর্শিদাবাদে কাউন্সিল অফ রেভিনিউ তৈরি হয়। ১৭৮৬ খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ কে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বাের্ড অফ রেভিনিউ।  

   চিরস্থায়ী বন্দোবস্ত চালু : ইজারাদারি ব্যবস্থা সফল না হওয়ায় ১৭৯০ খ্রিস্টাব্দে কোম্পানির দশশালা ব্যবস্থা চালু করে। পরে কর্নওয়ালিস এসব বন্দোবস্ত তুলে দিয়ে বাংলায় ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


Telegram Group :

 Official telegram group link : click here

8 comments: