Breaking

Model Activity Task class 8 Environmental Science Part 4 Answer



Model Activity Task class 8 Environmental Science Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 8 Environmental Science Question and Answers Part 4  


PDF Download :


Model Activity Task Class 8 Questions PDF Download Click here


Question And Answers:


১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ চাপের SI একক হলাে – (ক) নিউটন (খ) নিউটন বর্গমিটার (গ) নিউটন/বর্গমিটার (ঘ) নিউটন/বর্গমিটার।

উত্তর: (গ) নিউটন/বর্গমিটার


১.২ আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে এদের – (ক) ভর সমান (খ) প্রােটনসংখ্যা সমান (গ) নিউট্রনসংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান।

উত্তর: (ঘ) ভরসংখ্যা সমান


১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলাে – (ক) মাইটোকনড্রিয়া (খ) রাইবােজোম (গ) নিউক্লিয়াস (ঘ) লাইসােজোম।

উত্তর:  (ঘ) লাইসােজোম


২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ এক কিলােগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে?

উত্তর: 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে।


২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলাে – Na, Fe, (H), Cu, Au৷ এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করাে।

উত্তর: Na 


২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলােয় দর্শনে সাহায্য করে?

উত্তর: চোখের রেটিনায় উপস্থিত দন্ডাকার রড কোষ মৃদু আলোয় দর্শনের সাহায্য করে।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখাে এবং K রাশিটির SI একক উল্লেখ করাে।

উত্তর: কুলম্বের সূত্রের গাণিতিক রূপ:

F = k• q1•q2 / r²


         এখানে, q1 ও q2  হলো তড়িতাহিত বস্তুটির আধানের পরিমাণ, r হল তড়িৎ আহিত বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, F হলো তড়িৎ আহিত বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল (আকর্ষণ বা বিকর্ষণ বল) এবং K এর মান নির্ভর করে তড়িতাহিত বস্তুর মধ্যবর্তী অঞ্চল কি পদার্থ আছে তার ওপরে।

K রাশিটির একক SI হল নিউটন. (মিটার)/( কুলম্ব)


৩.২ খুব শুকনাে ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?

উত্তর: খুব শুকনো পরিবেসে অর্থাৎ মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায় কোন কোন প্রাণীর ত্বক অধিকৃত পুরু হয় কোন কোন প্রাণীর লেজ চওড়া পুরো হয় এবং লেজে চর্বি সঞ্চিত থাকে কোন প্রাণীর পা খুব লম্বা হয় কোন কোন প্রাণীর পিঠে কুচ চর্বি সঞ্চিত থাকে কোন প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয় প্রয়োজনমতো নাকের ফুটো খুলতে ও বন্ধ করতে পারে

     খুব ঠাণ্ডা পরিবেশে অর্থাৎ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায় কোন কোন প্রাণীর চামড়ার নিচে ফ্যাটের পুরু আস্তরণ থাকে কোন কোন প্রাণীর চামড়ার উপরে ঘন লোমের দুটো স্তর থাকে অনেক প্রাণীদের দেহে আন্টিফ্রিজ প্রোটিন থাকে কোন কোন প্রাণীর পা বরফের জুতোর মত হয়।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ সমযােজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামােনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও।

উত্তর: 

জলের অনুর গঠন : অক্সিজেন পরমাণুর শেষ কক্ষে 6 টি ইলেকট্রন ও হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে। দুটি হাইড্রোজেন পরমাণুর দুটি ইলেকট্রন অক্সিজেন পরমাণু 6টি ইলেকট্রনের সাথে যুক্ত হয় দুটি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং H2O অনু গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে।



মিথেন অনুর গঠন : কার্বন পরমাণুর শেষ করে চারটি ও চারটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে চারটি হাইড্রোজেন পরমাণুর চারটি ইলেকট্রন কার্বন পরমাণুর ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে চার টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং CH4 অনু গঠন করে।



আমোনিয়া অনুর গঠন : নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষে পাঁচটি ও তিনটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে তিনটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুর 5 টি ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে 3 টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং NH 3 অনু গঠন করে।



৪.২ এন্ডােপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করাে।

উত্তর:  

গঠন: এন্ডােপ্লাজমীয় জালিকা প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত [1] সিস্টারনি, [2] ভেসিক্স এবং [3] টিউবিউল।



1. সিস্টারনি : এগুলি শাখাবিহীন, লম্বা, চ্যাপটা থলির মতাে দেখতে। 

2. ভেসিকল ; এগুলি গােলাকার বা ডিম্বাকার গহ্বরের মতাে দেখতে। 

3. টিডবিউল : এগুলি শাখাযুক্ত নালিকাকার গঠনবিশেষ।

 

            অনেক সময় এই তিন ধরনের গঠন একত্রিত হয়ে একটি আকার ধারণ করে। এন্ডােপ্লাজমীয় জালিকাতে রাইবােজোম দানা উপস্থিত থাকলে সেগুলিকে অমসৃণ বা দানাদার এন্ডােপ্লাজমীয় জালিকা বলে। আবার, এতে রাইবােজোম দানা না থাকলে সেগুলিকে মসৃণ বা দানাবিহীন এন্ডােপ্লাজমীয় জালিকা বলে।


কাজ :  এন্ডােপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামাে গঠন করে। প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কোশ-অঙ্গাণু গঠনে অংশ নেয়।

           সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াকে পৃথক রাখে। ও দানাদার বা অমসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা প্রােটিন সংশ্লেষে সাহায্য করে।


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


Telegram Group :

 Official telegram group link : click here

1 comment:

  1. সমযোজী বন্ধনের চিএগুলি আরও একটু ভালো হতে হতো

    ReplyDelete