Breaking

[2ND Series] Model Activity Task class 7 Health and Physical Part 5 Answer


[2ND Series] Model Activity Task class 7  Health and Physical Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 7 Health and Physical Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 7 Questions PDF Download 👉 :  Click here


model activity task class 4 health and physical education part 5 model activity task class 7 history part 5 answers model activity task class 7 geography part 5 model activity task class 7 part 5 english model activity task class 7 health and physical education part 5 model activity task class 5 health and physical education part 5


FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


(ক) একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত? 

(১) ১৮ কিলোগ্রাম / মিটার² 

(২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম / মিটার² 

(৩) ৩০ এর বেশি কিলোগ্রাম / মিটার² 

উত্তরঃ (২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম / মিটার² 


(খ) যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা দেওয়াত সম্ভাবনা থাকে? 

(১) নিদ্রাহীনতা ও মধুমেহ

(২) রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়

(৩) মেদাধিক্য

উত্তরঃ (২) রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়


(গ) কোন্‌টি দেহভর সূচকের সূত্র?

(১) ওজন (কিলােগ্রাম) / উচ্চতা (মিটার)2

(২)ওজন (কিলােগ্রাম) / উচ্চতা (ফুট)2

(৩) ওজন (পাউন্ড) / উচ্চতা (ফুট)2

উত্তরঃ (১) ওজন (কিলােগ্রাম) / উচ্চতা (মিটার)2


২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 

(ক) বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত তুমি মনে করো, তার বর্ণনা দাও।

উত্তরঃ

১) কার্যালয় :-

শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত। এবং এটি এমন যায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেনীকক্ষ গুলি লক্ষ করা যাবে। যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন।

২) বিশ্রাম কক্ষ :-

বিদ্যালয়ে টানা ৫ থেকে ৬ ঘন্টা পড়াশােনাতে মনােযোগ রাখা কষ্টকর। তাই এক ঘেয়েমি কাটানাের জন্য অলাদা বিশ্রাম কক্ষের প্রয়ােজন।

৩) মিডডেমিল খাওয়ার স্থান।

৪) বিদ্যালয়ে শান্তিপূর্ন অবস্থা ও নিরাপত্তা।

৫) টেলিফোন ও ইন্টারনেট সংযােগ।

৬) বিদ্যালয় প্রাঙ্গনে বাগান।

৭) বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শৌচাগার নির্মান করতে হবে।

8) বিদ্যালয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও খেলার মাঠ থাকতে হবে।


(খ) বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো।

উত্তরঃ

১) বিশুদ্ধ পানীয় জল।

২) জীবানু মুক্ত পরিবেশ।

৩) পর্যাপ্ত সূর্যালােক।

৪) নির্মল বায়ু।

৫) উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা।

৬) শব্দ দূষণ নিয়ন্ত্রন।

৭) জল ও বায়ু দূষন নিয়ন্ত্রন।

৮) বিনােদন মূলক কর্মসূচির ব্যবস্থা।


(গ) কোনো ব্যক্তির ওজন সত্তর কিলোগ্রাম এবং উচ্চতা ১.৬ মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত?

উত্তরঃ

দেহভর সূচক = ওজন (কিলােগ্রাম) / উচ্চতা (মিটার) ২ = কিলােগ্রাম/মিটার ২

৭০ কিলােগ্রাম / ১.৬ মিটার ২

=  ৭০ কিলােগ্রাম / .৬ কিলােগ্রাম/মিটার ২

= ২৭.৩৪ কিলােগ্রাম/মিটার ২

1 comment: