Model Activity Task |
Model Activity Task Class 9 Geography Question and Answers Part 5
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download 👉 : Click here
model activity task class 9 geography part 5 answer model activity task class 9 geography 2021 model activity task class 9 Bengali model activity task class 9 geography part 5 answer model activity task class 9 geography part 5 model activity task class 9 geography part 5
Question And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ্ হলো -
ক) ০⁰
খ) ৯০⁰
গ) ৬০⁰
ঘ) ৪৫⁰
উত্তরঃ ক) ০⁰
১.২ ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় -
ক) স্তুপ পর্বত
খ) ভঙ্গিল পর্বত
গ) গ্রস্থ উপত্যকা
ঘ) মহাদেশ
উত্তরঃ খ) ভঙ্গিল পর্বত
১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো -
ক) তিস্তা নদী - জোয়ারের জলে পুষ্ট
খ) দার্জিলিং জেলা - দৈনিক উষ্ণতার প্রসর বেশি
গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা - জলধারণ ক্ষমতা কম
ঘ) পাইন - ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তরঃ গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা - জলধারণ ক্ষমতা কম
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ কোনো স্থানের দ্রাঘিমা ২৪⁰ পূঃ হলে ঐ স্থানটির প্রতিপাদস্থানের দ্রাঘিমা কত হবে?
উত্তরঃ 24° পশ্চিম
২.২ একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।
উত্তরঃ তিব্বত মালভূমি
২.৩ কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ করা যায় ?
উত্তরঃ ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী?
উত্তরঃ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব গুলি হল -
ক.অতিরিক্ত জল সেচের কারণে মাটির উপরের খনিজ নীচের স্থানে চলে গেলে কিছুদিন পর চাষবাসের অযােগ্য হয়ে পড়ে।
খ. নদী বা খালের জলের উপর অতিরিক্ত পরিবহন চলাচল করলে জলে দূষণের মাত্রা বেড়ে যায়।
গ. নদীর জল শিল্পে ব্যবহার হয় এবং সেই শিল্পের বর্জ্য নদী ও খালের জলে মিশে জলের দূষণের মাত্রা বাড়িয়ে দেয়।
৩.২ ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
উত্তরঃ
ক্ষয়জাত পর্বত :
1. এই সমভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়ে থাকে।
2. এর সাথে ভু বহির্জাত শক্তির সম্পর্ক থাকে। এটি বয়সে প্রাচীন।
3. এর উচ্চতা কম ও ক্ষয় কাজের জন্য তা ক্রমশ হ্রাস পায়।
সঞ্চয়জাত পর্বত :
1. এই সমভূমি ম্যাগমা ও পাইরোক্লাস্ট জমা হয় সৃষ্টি হয়
2. এর সাথে ভূ-অভ্যন্তরের শক্তির সম্পর্ক থাকে
3. এটি বয়সে নবীন
4. এর উচ্চতা মাঝারি ও সঞ্চয় কার্যের ফলে ক্রমশ বৃদ্ধি পায়।
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ (ক) 'উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয়' - চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তরঃ যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিমশীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যকার জল বরফে পরিণত হয়ে প্রবল চাপ সৃষ্টি করে শিলা ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয় তাকে তুষার আবহবিকার বা তুহিন খন্ডীকরণ বলে।
পদ্ধতি: হিমশীতল উচ্চ পার্বত্য বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে গ্রীষ্মকালে বা দিনের বেলায় বরফ গলা জল শিলা ফাটলের মধ্যে জমা হয়।শীতকালে বা রাতের বেলায় তা বরফে পরিণত হলে আয়তনে ৯% বেড়ে যায় এবং শিলা ফাটলের গায়ে প্রচন্ড চাপ দেয়।ওই বরফ আবার গলে গেলে চাপমুক্ত হয়। এভাবে বরফ দ্বারা শিলা ফাটলে চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপর পীড়ন ও টান সৃষ্টি হলে শিলাটি ভেঙে তীক্ষ্ম কোনযুক্ত শিলাকণায় পরিণত হয়।
বৈশিষ্ট্য:
1. পাললিক শিলায় এটি বেশি সংঘটিত হয়।
2. বরফ বা তুহিন এর আয়তন বৃদ্ধির জন্য শিলাস্তরের পীড়ন ও টান সৃষ্টি হয়ে এটি সংগঠিত হয়।
(খ) অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো।
উত্তরঃ
অক্সিডেশন বা জারণ : জল বা জলীয়বাষ্পের উপস্থিতিতে লােহা যুক্ত শিলা ও খনিজের সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযােগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে,তাকে জারণ বা অক্সিডেশন বলে।
Answer wants of bengali part 5
ReplyDeleteIts ok
Delete𝙽𝚒𝚌𝚎
ReplyDeleteVery Very Thanks.
ReplyDelete