Breaking

Model Activity Task class 10 Physical Science Part 4 Answer


Model Activity Task class 10 Physical Science Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।


Model Activity Task class 10 Physical Science Part 4 Answer
  


PDF Download :


Model Activity Task Class 10 Questions PDF Download Click here


Question And Answers:


১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলাে- (ক) বায়ােগ্যাস (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) কয়লা।

উ: (ক) বায়ােগ্যাস


১.২ কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে- (ক) সদ ও অশীর্ষ (খ) অসদ ও অশীর্য (গ) সদ ও সমশীর্ষ (ঘ) অসদ ও সমর্শী।

উ: (ঘ) অসদ ও সমর্শী


১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলাে- (ক) KH (খ) NaCl(গ) CaCl2 (ঘ) CH4

উ: (ঘ) CH4


২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :

২.১ গ্যাস ধুবরে (R) SI একটি উল্লেখ করাে।

উ: জুল. মোল-1.K-1


২.২ পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়?

উ: পর্যায় সারণিতে কোন পর্যায়ের যত বাম দিকে যাওয়া হয় পারমাণবিক ব্যাসার্ধ ততই বৃদ্ধি পায় । অর্থাৎ পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের বামদিকের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়।


২.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখাে যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়ামপরমাণুর মত।

উ: LiH (লিথিয়াম হাইড্রাইড) |


৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করাে।

উ: উত্তল দর্পণ তার সামনে যে কোন দূরত্বে অবস্থিত বস্তুর অসদ, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব, এর ফোকাস ও মেরুর মধ্যে গঠন করে। এর দৃষ্টি ক্ষেত্র( Field of View) অনেক বড়ো বলে এই ধরনের উত্তল্ দর্পণ মোটর গাড়ির চালকের দর্পণ, স্কুটারের চালকের অথবা বাস চালকের দর্পণ হিসাবে ব্যবহার করা হয়। চালকের সামনে একটি উত্তল দর্পণ কে আটকে দিলে চালক তাতে পিছনে সমস্ত স্থির বা গতিশীল বস্তু কে দেখতে পায়। অনেক দূরের বস্তুও উত্তল দর্পণে সহজে দৃষ্টিগোচরে আসে।


৩,২ কোনাে মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বােঝায়?

উ: একটি বিচ্ছিন্ন ও প্রসম গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে কক্ষচ্যুত করে পরমাণুকে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় শক্তিকে আয়নীভবন শক্তি বলে।

ধরি, M হলো মৌলটির একটি পরমাণু। তাহলে- M (গ্যাসীয়)+ আয়নীভবন শক্তি => M+(গ্যাসীয়)+e


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ 760 mm Hg চাপে ও 273 K উয়তায় কোনাে একটি গ্যাসের 1.6g-এর আয়তন 1.12L। গ্যাসটির মােলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাম্প ঘনত্ব নির্ণয় করাে।

উ: 

 গ্যাসটির চাপ (P) = 760 mm Hg

                           =760/760 atm = 1atm 

গ্যাসের উষ্ণতা (T) =273K

গ্যাসের ভর (W)=1.6gm 

গ্যাসের আয়তন (V)=1.12 lit 

গ্যাস ধ্রুবক(R)=0.0821 L.atm.mol-1.k-1

গ্যাসটির মোলার ভর (M) =?

 আমরা জানি, PV=nRT

বা,PV=(W/M). RT                      (n = W/M)

বা,M = (W×R×T)/(P×V)

বা,M=(1.6×0.0821×273)/(1×1.12)

বা,M = 32.019

বা,M = 32 g/mol


গ্যাসটির আণবিক ভর = 32

হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব= (গ্যাসটির আণবিক ভর÷2)

 =32/2

 =16


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects




Class 10 All Subjects (Part - 4)



Class 10 All Subjects (Part - 1)



Class 10 All Subjects (Part - 2)




No comments:

Post a Comment