Breaking

Model Activity Task class 10 Life Science Part 4 Answer


model activity task class 10 life science 2021
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।


Model Activity Task class 10 Life Science Part 4 Answer
  


PDF Download :


Model Activity Task Class 10 Questions PDF Download Click here


Question And Answers:


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :

১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমােন সেটি নির্বাচন করাে -

(ক) অক্সিন

(খ) জিব্বেরেলিন

(গ) সাইটোকাইনিন

(ঘ) NAA

উ: (খ) জিব্বেরেলিন |


১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়ােপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করাে –

(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া

(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া

(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া

(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া

উ: (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া |


১.৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করাে –

(ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা

(খ) ACTH- স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা

(গ) FSH -- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা।

(ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটানাে

উ: (ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটানাে |


২. নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :

২.১ ডাবের জলে _________ হরমােন থাকে।

উ:  সাইটোকাইনিন


২.২ পায়রার একটি ডানায় _________ টি রেমিজেস নামক পালক থাকে।

উ: ২৩ টি 


২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে ____________ থাকে।

উ: নিউরোসিল


৩, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করাে –

* নালির উপস্থিতি ও অনুপস্থিতি
* ক্ষরিত পদার্থ

উ: 

বৈশিষ্ট্যঅন্তক্ষরা গ্রন্থিবহিঃক্ষরা গ্রন্থি
নালির উপস্থিতি ও অনুপস্থিতিনালির অনুপস্থিতি, তাই অনাল গ্রন্থিনালির উপস্থিতি, তাই সনাল গ্রন্থি
ক্ষরিত পদার্থঅন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হল হরমােনবহিক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হল পাক গ্রন্থি নিঃসৃত পাক রস, ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘাম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম প্রভৃতি।


৩.২ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করাে।

উ:  প্রােফেজ দশা যে যে পরিবর্তন ঘটে তা হল -

    (১) নিউক্লিয়াস থেকে জল বিভাজিত হওয়ার ফলে ক্রোমাটিন জালিকা গুলি সুপষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে।

  () প্রতিটি ক্রোমােজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটি বিভক্ত হয়। 

  (৩) প্রােফেজ দশা অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রোমাটিড গুলি পিছিয়ে স্থল ও ছােট হয় । 

  (৪) এই দশার শেষে নিউক্লিওলাস ও নিউক্লিয়মেমব্রেনের অবলুপ্তি ঘটে |


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ প্রাণীকোশের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলাে চিহ্নিত করাে :

(ক) ক্রোমাটিড (খ) মেরু অঞ্চল (গ) সেন্ট্রোমিয়ার (ঘ) বেমতত্ত্ব

উ:  



Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects




Class 10 All Subjects (Part - 4)



Class 10 All Subjects (Part - 1)



Class 10 All Subjects (Part - 2)




1 comment: