Breaking

[2ND Series] Model Activity Task class 9 Life Science Part 5 Answer


Model Activity Task class 9 Life Science Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 9 Life Science Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 9 Questions PDF Download 👉 :  Click here




model activity task class 9 life science part 5 model activity task class 9 life since part 5 model activity task class 9 life science 2021 model activity task class 9 physical science part 5 model activity task class 9 history part 5 model activity task class 9 life science part 5 model activity task class 9 life science part 1 2 3 4 5 model activity task class 9 life science part 5
FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -

(ক) ফোটোফসফোরাইলেশন - ATP সংশ্লেষ

(খ) গ্লাইকোলাইসিস - পাইরুভেট সংশ্লেষ

(গ) ক্রেবস চক্র - সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ

(ঘ) অরনিথিন চক্র - অ্যামোনিয়া সংশ্লেষ

উত্তরঃ (ঘ) অরনিথিন চক্র - অ্যামোনিয়া সংশ্লেষ


১.২ সঠিক বক্তব্যটি নিরূপণ করো -

(ক) লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংসে সাহায্য করে

(খ) বেসোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে

(গ) লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোধ প্রতিরোধে সাহায্য করে

(ঘ) ইওসিনোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রোধে সাহায্য করে

উত্তরঃ (গ) লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোধ প্রতিরোধে সাহায্য করে


১.৩ প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো -

(ক) নেফ্রিডিয়া

(খ) ম্যালপিজিয়ান নালিকা

(গ) ফ্লেমকোশ

(ঘ) বৃক্ক

উত্তরঃ (খ) ম্যালপিজিয়ান নালিকা


২. A- স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :

A স্তম্ভ

B স্তম্ভ

২.১ অ্যাথেরোস্ক্লেরোসিস

(ক) ট্র্যাকিয়া

২.২ পতঙ্গ

(খ) রক্ষেকোশ

২.৩ পত্ররন্ধ্র

(গ) বিপাকীয় সমস্যজনিত রোগ

 

(ঘ) ফুলকা

উত্তরঃ

A স্তম্ভ

B স্তম্ভ

২.১ অ্যাথেরোস্ক্লেরোসিস

(গ) বিপাকীয় সমস্যজনিত রোগ

২.২ পতঙ্গ

(ক) ট্র্যাকিয়া

২.৩ পত্ররন্ধ্র

(খ) রক্ষেকোশ

 



৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৩.১ উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ পরজীবীয় পুষ্টি :

  (1) পুষ্টির জন্য সজীব পোশাকের ওপর নির্ভরশীল।

  (2) এরা পোষকের ক্ষতি করে নিজেরা উপকৃত হয়।

  (3) উদাহরণ স্বর্ণলতা কৃমি


মিথোজীবীয় পুষ্টি :

  (1) পুষ্টির জন্য সহাবস্থান কারী দুটি ভিন্ন রকমের জীব পরস্পর নির্ভরশীল।

  (2) এক্ষেত্রে উভয় জিবি পরস্পরের দ্বারা উপকৃত হয়, কেউ কারো ক্ষতি করে না।

  (3) উদাহরণ লাইকেন


৩.২ সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালকসংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর :  সৌর শক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোকসংশ্লেষ এর ভূমিকা হল - সূর্যের শক্তির মূল উৎস। একমাত্র সবুজ উদ্ভিদরাই পারে সৌরশক্তি কে আবদ্ধ করে বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করতে। সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ATP অণুর মধ্যে আবদ্ধ করে। পরে সেই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। প্রাণীকুল সবুজ উদ্ভিদ থেকে খাদ্যের মধ্যে মাধ্যমে শক্তি সংগ্রহ করে  অর্থাৎ গৃহীত খাদ্য মধ্যস্থ  স্থৈতিক শক্তি প্রাণীদের দেহ কোষের খাদ্যের জারণ প্রক্রিয়ায় গতি শক্তি উৎপন্ন করে। গতিশক্তি জীব দেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়া কে নিয়ন্ত্রিত করে এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ পৃথিবীর সমস্ত প্রাণীর শক্তির যোগান দেয়। 

  

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৪.১ উদ্ভিদের দেহে কোনো নির্দির্ষ্ট রেচন অঙ্গ থাকে না। তাহলে উদ্ভিদ কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়? রক্ততঞ্চন কীভাবে ঘটে ব্যাখ্যা করো।

উত্তরঃ  উদ্ভিদের দেহে কোন নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না এটা নিম্নলিখিত উপায় রেচন পদার্থ ত্যাগ করে- ( পত্রমোচন ) পর্ণমোচী উদ্ভিদ যেমন শিমুল, শিরীষ, আমরা, অসত্য ইত্যাদি বছরে নির্দিষ্ট ঋতুতে পত্র মোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। বহুবর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদ সারা বছর ধরে অল্পবিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। (বাকল মোচন) কোন কোন উদ্ভিদ যেমন অর্জুন পেয়ারা ইত্যাদি গাছের বাকল বা ছাল মোচন এর দ্বারা ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। (ফল মোচন) লেবু তেতুল আপেল ইত্যাদি ফলে ত্বকে বিভিন্ন জৈব এসিড (যেমন সাইট্রিক এসিড টারটারিক এসিড ম্যালিক এসিড) রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। এইভাবে উদ্ভিদ দেহের রেজাল্ট ত্যাগ করে।




2 comments:

  1. Sir your all question is all correct but your words spelling is so wrong please solve this problem.

    ReplyDelete