Model Activity Task |
Model Activity Task Class 6 Geography Question and Answers Part 5
PDF Download :
Model Activity Task Class 6 Geography Questions PDF Download 👉 : Click here
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণি পাঠ 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 পরিবেশ ও বিজ্ঞান part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 পরিবেশ ও ভূগোল part 5 model activity task class 6 history part 5 model activity task class 6 geography part 5 model activity task class 6 geography part 5
Question And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে -
ক) ট্রপোস্ফিয়ারে
খ) স্ট্র্যাটোস্ফিয়ারর
গ) আয়নোস্ফিয়ারে
ঘ) এক্সোস্ফিয়ারে
উত্তরঃ খ) স্ট্র্যাটোস্ফিয়ারর
১.২ আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো -
ক) পাইন
খ) শাল
গ) মস
ঘ) সেগুন
উত্তরঃ গ) মস
১.৩ ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো -
ক) মাটির জলধারন ক্ষমতা বেশি
খ) মাটিতে লোহার পরিমাণ বেশি
গ) মাটির জলধারণ ক্ষমতা কম
ঘ) মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি
উত্তরঃ খ) মাটিতে লোহার পরিমাণ বেশি
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ___________ প্রকৃতির হয়।
উত্তরঃ সমভাবাপন্ন
২.২ নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে __________ উদ্ভিদ বলে।
উত্তরঃ পর্ণমোচি
২.৩ সাধারনত শীতকাল শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা __________ পাখি নামে পরিচিত।
উত্তরঃ পরিযায়ী
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বারিমন্ডল কীভাবে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয়বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতাে পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নীচু জায়গাগুলাে ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। এইভাবেই পৃথিবীর এই বিশাল জলভাণ্ডার অর্থাৎ বারিমণ্ডলের সৃষ্টি হয়েছে।
৩.২ ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়?
উত্তরঃ মূলত জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়। কিন্তু শীতকালে ভারতের উপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। স্থলভাগ থেকে আসার কারণে এই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় বৃষ্টিপাত প্রায় হয় না। ফলে ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়।
৪. বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে রা ব্যাখ্যা করো।
উত্তরঃ বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনাে অঞ্চলের আবহাওয়ার অন্যতম নিয়ন্ত্রক। বায়ু পৃথিবীর উপর চাপ দেয়। কোনাে অঞ্চলে বায়ুর চাপ বেড়ে গেলে সেখানে উচ্চচাপ আর বায়ুর চাপ কমে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনাে অঞ্চলের বাতাসের চাপ খুব কমে গেলে, বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। তখন ওই অঞ্চলে ঝড়-বৃষ্টি, অশান্ত আবহাওয়া তৈরি হয়। আর উচ্চচাপ অঞ্চলে পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা যায়
Give me part 4
ReplyDeleteThank you so much for this answer
ReplyDeleteYour answer are nice but can you do them a little bit short I have a very hard hand pain after I complete my all subjects . Don't mind I am not telling that your answer are bad . So please see it.
ReplyDeleteThis comment is mine. And I also reply you . Please can you do them a little bit short please.
DeleteGood answer
ReplyDelete