Model Activity Task |
Model Activity Task Class 5 Environment Question and Answers Part 4
PDF Download :
Model Activity Task Class 5 Questions PDF Download Click here
Question And Answers:
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম (ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার।
উত্তর: (গ) হিউমেরাস।
১.২ একটি বুনাে প্রাণীর উদাহরণ হলাে (ক) গােরু (খ) ছাগল (গ) শিয়াল (ঘ) ভেড়া।
উত্তর:- (গ) শিয়াল।
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলাে (ক) রুইমাছ (খ) কেঁচো (গ) কাক (ঘ) কুকুর।
উত্তর: (খ) কেঁচো।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোন রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর: যক্ষা রােগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়।
২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর:- হৃদপিন্ডের সাহায্যে আমাদের সারা দেহে রক্ত ছড়িয়ে যায়।
২.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
উত্তর: দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তােমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: আমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়া হলাে (i) দুধ থেকে ছানা তৈরি হওয়া। (ii) লােহার পেরেকে মরিচা পড়া।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারাে?
উত্তর: বৃষ্টির জল ধরে সেই জল বাগানে চারা গাছে ব্যবহার করা যাবে। কৃষিক্ষেত্রে ও বৃষ্টির জল ব্যবহার করা যাবে। বৃষ্টির জল ধরে রেখে গৃহের কাজে যেমন ঘর মােছা ,বাথরুমে ব্যবহার, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি গৃহস্থালির কাজে ব্যবহার করা যায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তর: ভূমিকম্পে , সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেঁটে গুঁড়াে হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফারাও মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে।
No comments:
Post a Comment