SSC Assignment |
আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা খুবই আগ্রহের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: এসএসসি, HSC) গুলিতে এই অ্যাসাইনমেন্ট থেকেই প্রশ্ন আসবে তাই এই এসাইনমেন্ট গুলি ভালভাবে প্র্যাকটিস করা এবং নোট খাতায় লিখে স্কুলে জমা দেওয়া খুবই জরুরী।
physics assignment ssc 2021 solution physics assignment ssc 2021 2nd week answer ssc physics assignment 2021 1st week ssc assignment 2021 1st week answer ssc physics assignment 2nd week ssc physics assignment 1st week ssc assignment 2021 answer ssc physics assignment solution
প্রশ্নোত্তর:
এসএসসি ২০২১ | পদার্থবিজ্ঞান (২য়) অ্যাসাইনমেন্ট
(ক) শেষ মুহুর্তে হলে পৌছালে সময় ,t = 2 min =120 sec
১ম 10 sec এ,
s = ut+1/2 at^2 = 0+1/2(1)×(10)^2 = 50
10 sec পর বেগ v=u + at = 0 + 1 x 10 = 10 ms^-1
বাকি সময় = 120 - 10 =110 sec
এবং বেগ = 10/2 5ms^-1
সমবেগের ক্ষেত্রে, s = vt = 5 x 110 m = 550 m
সজলের বাসা থেকে হলের দুরুত্ব =50+550 m = 600 m
(খ) রাব্বির সময় লাগে=৮:৫৫-৮-৪৪ মিনিট =১১ মিনিট
t = 11x60 = 660
এখানে, s=200+600 =800 m
V= s/t =800/660 ms^-1 =1.21 ms^-1
রাব্বিকে 1.21 ms-1 বেগে চলতে হবে।
(গ) সজলের গেট পেরিয়ে 50 মিঃ অর্থাৎ মােট দুরুত্ব = 200+50=250
250 m আসতে সময় লাগবে t = s/t = 250/1.21 sec = 206.61 sec
= 206/260 min =3.4 মিনিট
=3 মিনিট 26 সেকেন্ড (প্রায়)
তখন সময় ৮ টা ৪৪ মিনিট+৩ মিনিট ২৬ সেকেন্ড = ৮ টা ৪৭ মিনিট ২৬ সেকেন্ড
রাব্বীকে আরােও যেতে হবে,s=800-250=550 m
v=0.3025 ms^-1 (1.21/4=0.3025)
সময় লাগে,t= s/v = 550/0.03025 sec = 1818.18
মােট সময় লাগবে=206.61+1818.18 sec =2024.79 sec
=33 মিনিট ৪৪ সেকেন্ড (প্রায়)
রাঝি হলে পৌছাবে =৮ টা ৪৪ মিনিট+৩৩ মিনিট ৪৪ সেকেন্ড
=৯ টা ১৭ মিনিট ৪৪ সেকেন্ড দেখতে পাই,
রাঝি ৮ টা ৪৭ মিনিট ২৬ সেকেন্ডে সজলদের বাড়ি পেরিয়ে ৫০ যায়। সজল তার পরে ৮ টা ৫৪ তে বের হয় এবং ৯ টায় হলে পৌঘাত।কিন্তু রাব্বি ৯ টা ১৭ মিনিট ৪৪ সেকেন্ডে হলে পৌছায়। সুতারং, সজল রাব্বিকে হলে ঢুকার আগেই অতিক্রম করবে।
(ঘ) ৮:৫৮ মিনিটে সজলের অতিক্রান্ত দুরুত্ব =0 m
রাব্বির সময়= ৮ টা ৫৪ মিনিট -৮ টা ৪৪ মিনিট =১৪ মিনিট =১৪x6০ মিনিট =840 সেকেন্ড
250 m অতিক্রম করার পর বাকি আরও সময় লাগে=840-206.61 sec
t=639.39 sec
বেগ v=0.3025 ms^-1
রাব্বির অতিক্রান্ত দুরুত্ব s = vt
=0.3025 x633.39 m =191.6 m
রাব্বির মােট অতিক্রান্ত দুরুত্ব = 250+1916 m =441.6 m
৮ টা ৫৯ মিনিট,
সজলের অতিক্রান্ত দুরুত্ব, s=vt =5x30 m =150 m
মােট অতিক্রান্ত দুরুত্ব,= 150 m+150 m=300 m
রাব্বির ক্ষেত্রে,মােট অতিক্রান্ত দুরুত্ব =450.675+9.075 n =459.75 m
৮টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড এ, সজলের মােট অতিক্রান্ত দুরুত্ব =350+ 19০=450 m
রাব্বির মােট অতিক্রান্ত দুরুত্ব =459.75 m
No comments:
Post a Comment