Breaking

[Question & Answer] SSC 2021 Physics Assignment 1st week Answer


SSC 2021 Physics Assignment 1st week
SSC Assignment


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে সমস্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে যে সমস্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী, এসএসসি ও HSC ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং উন্নতমানের উত্তর আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমেও বুঝিয়ে দেওয়া হয়েছে।
 
  আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা খুবই আগ্রহের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: এসএসসি, HSC) গুলিতে এই অ্যাসাইনমেন্ট থেকেই প্রশ্ন আসবে তাই এই এসাইনমেন্ট গুলি ভালভাবে প্র্যাকটিস করা এবং নোট খাতায় লিখে স্কুলে জমা দেওয়া খুবই জরুরী।


physics assignment ssc 2021 solution physics assignment ssc 2021 2nd week answer ssc physics assignment 2021 1st week ssc assignment 2021 1st week answer ssc physics assignment 2nd week ssc physics assignment 1st week ssc assignment 2021 answer ssc physics assignment solution
টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন (4k)

ইউটিউবে লাইভ উত্তর (36k)

মাধ্যামিক পরামর্শ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন

ডাউনলোড অ্যাপ্লিকেশন


প্রশ্নোত্তর:


Physics Assignment SSC 2021 | First Week

সৃজনশীল প্রত্নের উত্তর

প্রশ্ন: কাগজের মান যে একক দিয়ে মাপা হতার মাত্রা কত ?

উত্তরঃ কাগজের মানবে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রাইছে ML

প্রশ্ন : কিলােগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে?

উত্তরঃ কাগজের মানের একক কিলােগ্রামে মাপলে নিম্নের একক পাওয়া যায়-
আমরা জানি, 1000 g = 1kg

1 g = 10^-3 kg

সুতরাং, 1600 g/m^2

= 160 10^-3 kg/m^2

= 160 x 10^-3 kg m^-2

প্রশ্ন : এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যতােমাকে কমপক্ষে কতগুলাে কাগজ কিনতে হবে?তােমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও।

উত্তরঃ ৪টি কাগজের দৈঘ্য = ১৫০ সেমি = ১.৫ মিটার
প্রস্থ = ১৬০ সে.মি = ১.৩ মিটার
সুতরাং, ক্ষেত্রফল = ১.৫x১.৩ বর্গ মিটার = ১.৯৫ বর্গমিটার

১ বর্গ মিটার এর ভর = ১৬০ গ্রাম
১.৯৫ বর্গ মিটার = (১৬০x ১.৯৫) গ্রাম।
= ৩১২ গ্রাম।

৩১২X১ = ৩১২, ২০ দ্বারা বিভাজ্য নয়।
৩১২x২ = ৬২৪, ২০ দ্বারা বিভাজ্য নয়।
৩১২X ৫ = ১৫৬০, ২০ দ্বারা বিভাজ্য নয়।
সুতরাং, কাগজ লাগবে = ৫x৪ = ২০টি। (উত্তর)


প্রশ্ন ঘ: কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে (১২০°.৫) গ্রাম/বর্গমি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ক্রটির মান ৫ একক। তোমার নিণীত মানের কতটুকু সূহ্ম বা নির্ভূল?

উত্তর: ৭৪ গ্রাম কোনাে বস্তু মাপের জন্য আমি ৫টি বস্তু নিলাম যাদের সম্মিলিত ভর ৪০ কেজি। ৫টি বক্সর মান হলাে-

x1 = ৪
x2 = 7,9
x3 = 7.8
x4 = 7.7
x5 = 8.6

সুতরাং, x উপাদানের গড় = (8+7.9+7.8+7.7+8,6) % 5 = 8


x1 = x = 8-৪ = 0
x2 = x - x2 = ৪-7.9 = 0.1
x3 = x - x3 = 8-7.8 = 0.2
x4 = x - x4 = 8-7.7 = 0.3.
x5 = x - x5 = 8-8.6 = -0.6

সুতরাং, x1+x2+x3+x4+x5 / 5 =  0+0.1+0:2+0.3+0.6 / 5 = 0.24

আমার নিণীত মানের গড চূড়ান্ত ত্রুটি 0.24
সুতরাং, আমার পরিমাপকৃত মাপ ৪°0.24
আমার চূড়ান্ত ত্রুটি 0.24 যা উদ্দীপকের চুড়ান্ত ক্রটি 0.5 এর চেয়ে কম

সুতরাং, আমার নির্ণীত মান নির্ভূল।

No comments:

Post a Comment