Breaking

[Question & Answer] SSC 2021 Finance and Banking Assignment 3rd week Answer


SSC 2021 Finance and Banking Assignment 3rd week Answer
SSC Finance and Banking Assignment


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে সমস্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে যে সমস্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী, এসএসসি ও HSC ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং উন্নতমানের উত্তর আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমেও বুঝিয়ে দেওয়া হয়েছে।
 
  আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা খুবই আগ্রহের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: এসএসসি, HSC) গুলিতে এই অ্যাসাইনমেন্ট থেকেই প্রশ্ন আসবে তাই এই এসাইনমেন্ট গুলি ভালভাবে প্র্যাকটিস করা এবং নোট খাতায় লিখে স্কুলে জমা দেওয়া খুবই জরুরী।


ssc assignment 2021 answer accounting ssc assignment 2021 finance and banking answer 2nd week ssc assignment 2021 1st week pdf download ssc assignment 2021 1st week answer ssc assignment 2021 finance and banking answer 1st week ssc assignment 2021 1st week accounting answer ssc assignment 2021 finance and banking answer 3rd week ssc assignment 2021 pdf download
টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন (4k)

ইউটিউবে লাইভ উত্তর (36k)

মাধ্যামিক পরামর্শ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন

ডাউনলোড অ্যাপ্লিকেশন


প্রশ্নোত্তর:

বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরুপণ


অর্থের সময় মূল্যের ধারণাঃ

ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ এখনকার ৫০ টাকা আর পাঁচবছর পরের ৫০ টাকা সমান মূল্য বহন করে না। এখনকার ৫০ টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময়মূল্যের ধারণা। অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার।

মনে করি, আমি আমার বন্ধুর কাছে ৫০ টাকা পাই। এমতাবস্থায় আমার বন্ধু বললাে এখন সে ৫০ টাকা পরিশােধ না করে ১ বছর পর পরিশােধ করবে। অর্থের সময় মূল্য বলে যে, এখনকার ৫০ টাকা আর এক বছর পরের ৫০ টাকা সমান মূল্য বহন করে না।

ধরা যাক, সুদের হার শতকরা ১০ ভাগ অর্থাৎ আমি যদি রূপালী ব্যাংকে এখন ১০০ টাকা জমা রাখি, তবে আগামী বছর ব্যাংক আমাকে ১১০ টাকা দেবে। সুতরাং, এখনকার ১০০ টাকা এবং আগামী বছরের ১১০ টাকা অর্থের সময়মীল্য অনুযায়ী সমান মূল্য বহন করে।


অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াঃ

বর্তমান মূল্য জানা থাকলে ১নং সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়।

সূত্র -১: ভবিষ্যৎ মূল্য (FV) = বর্তমান মূল্য (১+ সুদের হার) বাৎসরিক মেয়াদ

এখানে, FV হচ্ছে Future Value

বর্তমানের ১০০ টাকার ১ বছর পরের ভবিষ্যৎ মূল্য

= ১০০ (১+০.১০)

= ১০০ x১.১০

= ১১০ টাকা

বর্তমানের ১০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য

= ১০০ (১+০.১০)

= ১০০X১.২১

= ১২১ টাকা


ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরিউক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে, তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এখানে লক্ষণীয় যে, এক বছর পরে ১১০ টাকা ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসল ১০০ টাকা ও সুদ ১০ % হারে ১০ টাকা একই ভাবে দ্বিতীয় বছর আরও ১০ টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত ১২০ টাকা। কিন্তু দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য হয়েছে ১২১ টাকা। এর কারণ দ্বিতীয় বছরের শুরুতে আসল ধরা হয় ১১০ টাকা এবং তাতে করে দ্বিতীয় বছরে ১০ % হারে সুদ হয় ১১ টাকা।

এভাবে ১ম বছরের সুদাসলকে ২য় বছরের আসল ধরে তার উপর ২য় বছরের ধার্য্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতিবছর সুদাসলের উপর সুদ ধার্য্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ, সুদাসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। কিন্তু, সরল সুদের ক্ষে কেৱল আসলের উপর সুদ গণনা করা হয়।


বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃি বণ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ঃ

কখনাে কখনাে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে। যেম ব্যাংকে টাকা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়। অর্থাৎ বছরে ১২ বার চক্রবৃদ্ধি হয়। সেক্ষেত্রে সূত্রটিতে দুটি পরিবর্তন করতে হবে। বছরে যদি বারবার চক্রবৃদ্ধি হয়, তাহলে প্রথমত সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হবে এবং দ্বিতীয়ত কেও ১২দিয়ে গুণ করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে সূত্রটির প্রয়ােগ দেখানাে হলাে।

উদাহরণ : যদি তুমি ১০% চক্রবৃদ্ধি, ১০০ টাকা ব্যাংকে জমা রাখাে এবং তুমি জানাে বছরে ১২ বার চক্রবৃদ্ধি হবে, তবে বছর পর তুমি কত টাকা পাবে?

সূত্র-২: FV = PV(১+ i/m) n x m

এখানে, বর্তমান মূল্য, PV= ১০০ টাকা

সুদের হার = ০.১০

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা,m = ১২

বছরের সংখ্যা n = ১ বছর।

ভবিষ্যৎ মূল্য,FV =?

সূত্রে মান বসিয়ে,

FV = ১০০(১+.১০/১২)১x১২

= ১১০.৪৬ টাকা


সিদ্ধান্ত : যদি তুমি আজকে ১০০ টাকা ব্যাংকে জমা রাখাে, তাহলে ১ বছর পর তুমি ১১০.৪৬ টাকা পাবে। অর্থাৎ, তুমি ১১০.৪৬ - ১০০=১০.৪৬ টাকা বেশি পাবে।


কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে তিনি লাভবান বিষয়ে পরামর্শ:

যদি কোনাে ব্যবসায় প্রতিষ্ঠান দুইটি ব্যাংকে টাকা জমা রাখেন। তার ভবিষ্যৎ কোন ব্যাংকের প্রদানকৃত অর্থের পরিমাণ অধিক বেশি, সে ব্যাংকে টাকা জমা রাখা যৌক্তিক হবে বলে

ধরা যাক,

X ব্যাংকে ৯% চক্রবৃদ্ধি মাফা ৬ লক্ষ টাকার ৫ বছরের ভবিষ্যৎ মুনাফা

FV = Pv(১+i)n

এখানে, বর্তমান মূল্য, PV= ৬,০০,০০০ টাকা

বছরের সংখ্যা n = ৫ বছর।

ভবিষ্যৎ মূল্য,FV =?

সূত্রে মান বসিয়ে,

FV = ৬, ০০, ০০০(১+ ০.০৯)

বা, FV = ৬, ০০, ০০০x (১.০৯)

বা, FV = ৬ ০০, ০০০x১.৪৫

বা, FV = ৯, ২৪, ০০০ টাকা

আবার ধরা যাক,

Y ব্যাংকে ৯% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা ৬ লক্ষ টাকার ৫ বছরের ভবিষ্যৎ মুনাফা

FV = PV(১+ i /w) n x W

এখানে, বর্তমান মূল্য, PV= ৬,০০,

সুদের হার = ০.০৯

সপ্তাহে চক্রবৃদ্ধির সংখ্যা,w = ৫২

বা, FV = ৬, ০০, ০০০x (১+ ০, ০০১৭৩০৭৭) ২৬০

বা, FV = ৬, ০০, ০০০x১, ৫৬৭৭

বা, ৯,৪০,৬২১ টাকা (প্রায়)

এখানে, X ব্যাংকের হিসেব অনুযায়ী ৫ বছর পরে ৬ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য ৯,২৪,০০০ টাকা এবং Y ব্যাংকের হিসেব অনুযায়ী ৫ বছর পরে ৬ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য ৯,৪০,৬২১ টাকা (প্রায়)।

সুতরাং দেখা যাচ্ছে যে, লােকটি Y ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবে। তাই আমি তাকে ব্যাংকে টাকা রাখার পরামর্শ দিবাে।

No comments:

Post a Comment