Breaking

[2ND Series] Model Activity Task class 7 History Part 5 Answer


Model Activity Task class 7 History Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।


 model activity task class 7 history part 5 model activity task class 7 west bengal model activity task class 7 geography model activity task class 7 history part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 ইতিহাস উত্তর model activity task class 7 history part 5 answers


Model Activity Task Class 7 History Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 7 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:



১. ক স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

উ: 

ক-স্তম্ভখ-স্তম্ভ
১.১ খলিফার অনুমােদন(গ) ইলতুৎমিশ
১.২ সিজদা ও পাইবস(ক) গিয়াসউদ্দিন বলবন
১.৩ বাজারদর নিয়ন্ত্রণ(ঘ) আলাউদ্দিন খলজি
১.৪ আমুক্তমাল্যদ(খ) কৃয়দেব রায়

২. শূন্যস্থান পূরণ করাে :

২.১ বন্দেগান-ইচিহলগানির সদস্য ছিলেন সুলতান __________ |

উ:  গিয়াসউদ্দিন বলবন 

২.২ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ____________ |

উ:  শামসউদ্দিন ইলিয়াস শাহ

২.৩ পাের্তুগিজ পর্যটক ___________ বিজয়নগর পরিভ্রমন করেন।

উ:  পেজ

২.৪ বিজয়নগর পরাজিত হয়েছিল ___________ -যুদ্ধে।

উ: বানিহাটি বা তালিকোটার যুদ্ধ


৩. সংক্ষেপে উত্তর দাও (৩০-৫০ টি শব্দ) :

৩.১ ইকতা ব্যবস্থা কী ?

উ: দিল্লির সুলতানরা যে সব রাজ্য জয় করতেন সেগুলিকে এক একটি প্রদেশ ধরে নেওয়া হত। এই প্রদেশগুলিকে বলা হত ইক। ইকতা যাদের দেওয়া হত তাহর না হওঁ ইকতাদার। ইকতাদাররা নিজ নিজ এলাকায় সরকারের লাল বা নিয় ও আইনশৃলা রক্ষার দায়িত্ব পালন করতেন। ইকতাদাররা রাজস্বের একাংশ দিয়ে একদল সেনাবাহিনী পােষণ করতেন এবং সুলতানের প্রয়ােজনে তা সরবরাহ করলে।

৩.২ খলজি বিপ্লব বলতে কী বােঝ?

উ: ১২৯০ খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরােজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব' বলা হয়। এর ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল।

৪. নিজের ভাষায় লেখাে (১০০ -১২০ টি শব্দ) :

কৃয়দেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়?

উ: তুলুভ বংশের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তাঁকে শ্রেষ্ঠ শাসক বলার কারণগুলি - 

(i) তাঁর রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল এবং রাজ্যের সীমানাও বহুদূর বিস্তৃত হয়েছিল।

(ii) তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন।

(iii) এছাড়াও শিল্প, সাহিত্য, সংগীত এবং দর্শনশাস্ত্রের উন্নতি তাঁর সময়ে লক্ষ করা যায় কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন।

(iv) পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের প্রশংসা করে বলেছেন, “রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পন্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী ও সর্বগুণান্বিত।

No comments:

Post a Comment