Model Activity Task |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।
Model Activity Task Class 7 Question and Answers Part 4
PDF Download :
Model Activity Task Class 7 Questions PDF Download 👉 : Click here
FOLLOW TELEGRAM CHANNEL (4k)
LIVE ANSWERS ON YOUTUBE (36k)
DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP
DOWNLOAD MODEL ACTIVITY TASK APP
Question And Answers:
প্রথম অধ্যায় : শারীরশিক্ষার মৌলিক ধারণা
১। সঠিক উত্তরটিকে বেছে নিয়ে (v) চিহ্ন দাও :
(ক) ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়?
(১)১৯২১ (২) ১৯১১ (৩)১৯২০
উ: (৩)১৯২০
(খ) অ্যাথলেটিকস শব্দটি কোথা থেকে এসেছে?
(১) ইথানল (২) এথেন্স (৩) অ্যাথলন
উ: (৩) অ্যাথলন
(গ) মােহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল?
(১) ১৮১১ (২) ১৯১১ (৩) ১৯১৬
উ: (২) ১৯১১
২। শূন্যস্থান পূরণ করাে।
(ক) খেলা মানুষের __________ প্রবৃত্তি।
উ: সহজাত
(খ) গ্রিক শব্দ ______ জিমনাস্টিকস কথাটি এসেছে।
উ: জিমনস
(গ) জৈনধর্ম _____ মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান।
উ: অহিংসার
(ঘ) এন, সি. সি.-র _____ রং নৌসেনা বাহিনীর প্রতীক।
উ: হালকা নীল
৩। দু-এক কথায় উত্তর দাওঃ
(ক) খেলা কী?
উ: খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপ এর মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে 'খেলা' বিশেষ ভূমিকা পালন করে।
(খ) প্রত্যক্ষ বিনােদন কাকে বলে?
উ: যে কোনাে ক্রীড়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বিনােদন লাভ করা হয়, তাকে প্রত্যক্ষ বিনােদন বলে।
(গ) সৃজনশীল বিনােদনের একটি উদাহরণ দাও।
উ: নিত্য
৪। কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও।
(ক) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করাে।
উ: শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি হলাে:-
i. শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য
ii. দক্ষতা উদ্দেশ্য,
iii. সামাজিক বিকাশের উদ্ধে
iv. স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য
v. ক্ষোভিক বিকাশের উদ্দেশ্য
vi. শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য।
৫। প্রকল্প।
(ক) তুমি সারা বছরে কোনদিন, কখন, কত সময় এবং কী ধরনের শারীরশিক্ষাসূচিতে অংশগ্রহণের সুযােগ পেয়েছ এবং তােমার কী লাভ হয়েছে এবিষয়ে একটি প্রতিবেদন তৈরি করাে।
উ:
বাৎসরিক শারীর শিক্ষার সুচি
স্থান- গৃহপ্রাঙ্গণ ও নিকটবর্তী মাঠ
জুলাই ২০২০
করােণা মহামারীর কারণে আমরা, ছাত্র-ছাত্রীরা গৃহবন্দী। বাড়িতে একা একা থাকার কারণে আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি। ঠিক সেই সময়ে আমাদের শারীর শিক্ষার শিক্ষক জানালেন যে এই করােণা মহামারীতে শরীর সুস্থ রাখতে ও করােনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে নিয়ম করে কিছু শারীরিক ক্রিয়াকলাপ বাড়িতে বসে করা ভীষন জরুরী।প্রতিদিন ১ঘন্টা প্রাণায়াম, যােগাসন ব্যাম করে এইভাবে নীরােগ ভাবে আমরা বাড়িতে কিভাবে এক বছর কাটিয়ে দিলাম আনন্দের সঙ্গে বুঝতেই পারলাম না|
(খ) করােনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পােস্টার তৈরি করাে।
উ:
1) জ্বর বা কাশি হলে অন্যদের কাছ থেকে অন্তত ৩ ফুট দূরে থাকবেন।
2) হাঁচি-কাশির সময় টিস্যু না থাকলে কনুই দিয়ে নাক-মুখ ঢাকিবেন।
3) বারবার সাবান ও জল দিয়ে হাত পরিষ্কার করুন
4) মাছ-মাংস ভালােমতাে সিদ্ধ করে রান্না করুন।
5) মাস্ক ব্যবহার করুণ।
6) অপ্রয়ােজনে মুখ, চোখ ও নাক স্পর্শ করিবেন না
7) হাঁচি-কাশি হলে মাস্ক ব্যবহার করুন।
৪) জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন।
I done my all work
ReplyDeleteThanks for all answer give 💖💖
All the answers are good ..but you must work on it...for making it more good.. by the way.. I like it
ReplyDelete𝙶𝚘𝚘𝚍
Deleteসৃজনশীল বিনাদন এর উত্তর হবে নৃত্য | নিত নয় |
ReplyDeleteThankyou for helping us this much
ReplyDeleteVery nice for this hard work i wish you to live a good life
ReplyDeleteAt Ziyyara, we feel that it is essential for students to be physically fit so that their overall mental and social health also gets enhanced. Students who opt for physical education in class 12 are required to appear for a practical as well as a written examination and are able to score very well in their board exams. Health and Physical Education focuses on students enhancing their own and others' health.
ReplyDelete