Breaking

Model Activity Task class 6 Health and Physical education Part 4 Answer


Model Activity Task class 6 Health and Physical education Part 4 Answer
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 6 Health and Physical Education Question and Answers Part 4

PDF Download :

Model Activity Task Class 9 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে ( ✓ ) চিহ্ন দাও । 

( ক ) ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নীচের দিকে থাকে ? ( ১ ) সাদা | ( ২ ) সবুজ ( ৩ ) গেরুয়া 

উ: ( ২ ) সবুজ

( খ ) জাতীয় পতাকার সাদা রং কীসের প্রতীক ? ( ১ ) ত্যাগ ( ২ ) আনন্দ ( ৩ ) শান্তি ও পবিত্রতা 

উ:  ( ৩ ) শান্তি ও পবিত্রতা

( গ ) প্রাথমিক চিকিৎসা করা হয় । ( ১ ) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ( ২ ) ডাক্তারের দেখার পর  ( ৩ ) রােগ থেকে সেরে ওঠার পর

উ: ( ১ ) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে

( ঘ ) কখন “ স্পিন্ট ব্যবহার করা হয় ? (১) রক্তপাত বন্ধ করতে ( ২ ) জ্বর কমাবার জন্য ( ৩ ) অস্থিভঙ্গের ক্ষেত্রে ।

উ:  ( ৩ ) অস্থিভঙ্গের ক্ষেত্রে ।

২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে:

( ক ) ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝ খানে নীল রঙের  24 টি কাঁটাবিশিষ্ট চক্র বসানাে থাকে ।

উ:  মাঝখানে

( খ ) জাতীয় শােকপ্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে ।

উ:  24 টি

( গ ) আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানাের ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

উ:  সম্পূর্ণ

( ঘ ) বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়ােজনীয় ওষুধ ও জীবাণু নাশক থাকা আবশ্যক ।

উ: মাঝখান


৩। সারণির মধ্যে সমতাবিধান করাে:

উ: 

বামদিকের সঙ্গেডানদিকের অংশ মেলাও
( ক ) অশোকচক্র( iii ) অবাধ অগ্রগতির প্রতীক
( খ ) ত্রিবর্ণরঞ্জিত( iv ) ভারতের জাতীয় পতাকা
( গ ) সবুজ রং( vi ) সুজলা - সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক
( ঘ ) অচৈতন্য ব্যক্তি( ii ) দ্রুত জ্ঞান ফেরাতে হবে
( ঙ ) স্বল্প রক্তপাত হচ্ছে

( চ ) প্রাথমিক চিকিৎসার পর
( i ) ক্ষতস্থানে আংগুল দিয়ে চেপে ধরতে হবে

( v ) দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে ।


৪। প্রকল্প:

( ক ) জাতীয় পতাকার আদর্শ ব্যবহারবিধির ছবিসহ একটি প্রতিবেদন তৈরি করাে ।
 
উ:  জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক। তাই জাতীয় পতাকার অমর্যাদা দেশের অমর্যাদারই সমান। পতাকাকে উত্তোলন করা, অবনমন করা, অভিবাদন করা এবং অধাবনমন করার অনুষ্ঠানগুলাে প্রত্যেকের এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে। ভারত সরকার এই কারণে জাতীয় পতাকা ব্যবহারের কিছু নিয়ম আইন করে বেঁধে দিয়েছেন। নিয়মগুলি হলাে - 



  ১. যেখানেই এই পতাকাটি উত্তোলন করা হবে, সেখানেই একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে।

  ২. যখন পতাকাটি সরকারি ভবনে উত্তোলন করা হবে, তখন রবিবার এবং ছুটির দিনসমেত সপ্তাহের সকল দিনেই সেগুলির থাকার কথা। ঝড়-বৃষ্টি যাই হােক, জাতীয় পতাকা উড়বেসূর্যোদয় থেকে সূর্যাস্ত।

  ৩. জাতীয় পতাকা সবসময় দ্রুতগতিতে দৃপ্তভঙ্গিতে উত্তোলন বা ওঠানাে উচিত এবং ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবনমন বা নামানাে উচিত। এই সময় যদি বিউগল বাজানাে হয় তাহলে সেই বাজনার সময়েই পতাকা ওঠাতে ও নামাতে হবে।পতাকার গেরুয়া রঙের দিক সবসময় উপরে থাকবে।

  ৪.জাতীয় পতাকা বহন করবার সময় অকুণ্ডিত অবস্থায় সােজা করে নিতে হবে। কোনাে মিছিলে নিতে হলে মিছিলের সর্বাগ্রে ওঁচু করে যােগ্য ব্যক্তিকে ডান কাধে পতাকা বহন করতে হবে কোনাে ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নােয়ানাে চলবে না।

  ৫.যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানাে হয়, তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে।




  ৬.সাধারণত জাতীয় পতাকা যেসব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে উড্ডীন রাখা হয় সেখানে জাতীয় শােকপ্রকাশ করতে, কিংবা কোনাে ব্যক্তি বা রাষ্ট্রের প্রতি সম্মান দেখানাের সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানাে হয়। যদিও জাতীয় দিবসগুলিতে অর্ধনমিত করার শর্তগুলি মানা হয় না।

  ৭.বিশেষ বিশেষ জাতীয় দিনে, যেমন প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে, জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে।স্কুল-কলেজে, খেলার মাঠে, ক্যাম্পে অথবা কোনাে বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন, পতাকার প্রতি শপথগ্রহণ এবং পতাকাকে স্যালুট করা এসব নিখুঁতভাবে করা হয়।

  ৮. জাতীয় পতাকার প্রতিশ্রুতি স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা হাতজোড় করে দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলে এবং সেটা এইরকম।


( খ ) তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পােস্টার তৈরি করাে ।

উ:  প্রতিরােধের উপায় -

  (১) তাপপ্রবাহের সময় রাস্তায় বেরােনাে এড়িয়ে চলতে হবে।

  (২) রােদে স্কুলে/বাড়িতে যেতে হলে, শ্রেণিকক্ষের বাইরে বেরােলে ছাতা, টুপি, মুখে রুমাল/ ওড়না, হাত-পা ঢাকা হালকা পােশাক পরতে হবে।

  (৩) যতটা সম্ভব সুতির হালকা ঢিলেঢালা জামাকাপড় পরতে হবে।

  (৪) রােদে বেরােনাের আগে পর্যাপ্ত পরিমাণ জল খেয়ে বেরােতে হবে। ঘরের বাইরে বেরােলে সবসময় নিরাপদ পানীয় জল সঙ্গে রাখতে হবে।

  (৫) কিছুক্ষণ অন্তর অন্তর ও.আর. এস. বা নুন-চিনি মিশ্রিত নিরাপানীয় জল বা ফলের রস পান করতে হবে।

  (৬) একটানা অনেকক্ষণ রােদে না হেঁটে গাছের ছায়ায় বা বিশ্রামারবিশ্রাম নিতে হবে, বা তুলনামূলক ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে হবে।

  (৭) বাড়ির খাবার বা মিড-ডে মিলের খাবারে প্রতিদিন অতিরিক্ত তেলমশলা ছাড়া সহজপাচ্য খাবার খেতে হবে। রসালাে ফল ও ওই ঋতুর যে যে ফল পাওয়া যায় তা খেতে হবে।

  (৮) বাড়িতে বা স্কুলের রান্না করা খাবারে যাতে পচন না ঘটে তার জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

  () বাড়ির বাইরে বেরােলে ঘাম মুছে ফেলার রুমাল রাখতে হবে।

  (১০) রােগী জ্ঞান হারালে কৃত্রিম শ্বাসপ্রক্রিয়া চালু করতে হবে এবং দ্রুত স্থানীয় চিকিৎসালয়ে পাঠানাের ব্যবস্থা করতে হবে।

No comments:

Post a Comment