Breaking

Model Activity Task class 6 Math Part 4 Answer


Model Activity Task class 6 Math Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 6 Math Question and Answers Part 4  


PDF Download :


Model Activity Task Class 6 Questions PDF Download Click here


Question And Answers:


নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :


1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)

i. আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সঙ্খ্যার বিয়ােগফল হলাে -

(a) (00000001 - 9999999)  (b) (11111111 9999999)  (C) (100000000 - 9999999)  (d) (10000000-9999999)

উত্তরঃ (d) (10000000 - 9999999)


ii. 500 সংখ্যাটিকে রােমান সংখ্যায় লিখলে পাব -

(a) C (b) D (c) L (d) M

উত্তরঃ (b) D


iii. (3 x 1/5) কে লেখা যায় -

(a) 5 x 1/3  (b) 1/5 x 1/3  (c) 1/3 + 1/3 + 1/3 + 1/3 + 1/3  (d) 1/5 +  1/5 1/5

উত্তরঃ  (d) 1/5 +  1/5 1/5


2. সত্য মিথ্যো লেখ (T/F)

i.  1/3 ÷ 15 = 5 

সমাধানঃ 

বামপক্ষঃ 1/3 ÷ 15 = 5 

             = 1/3 x 1/15

             = 1/45  5

উত্তরঃ গানিতিক বক্তব্যটি মিথ্যা (F)।


ii. 50 টাকার অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনাে টাকাই পড়ে থাকবে না।

সমাধানঃ

50 টাকার 1/5 অংশ = 5 0 x 1/5 টাকা = 10 টাকা।

অর্থাৎ 10 থেকে 10 টাকা নিয়ে নিলে কোনাে টাকাই পড়ে থাকবে না।

উত্তরঃ গানিতিক বক্তব্যটি সত্যমিথ্যা (T)।


iii. 5510 – এর সব থেকে কাছের 1000 – এর গুনিতকে পূর্ণসংখ্যা হলাে 6000 ।

সমাধানঃ 5510 এর সব থেকে কাছের 1000 এর গুনিত দুটি হল 5000 ও 6000।

5000 ও 5510 এর মধ্যে ব্যাবধান (5510 – 5000) = 510 এবং 5000 ও 6000 এর মধ্যে ব্যাবধান (6000 - 5510) = 490।

অর্থাৎ , 5000 ও 6000 এর মধ্যে ব্যাবধান কম।

উত্তরঃ সত্য।


3. স্তম্ভ মেলাও।

প্রথম স্তম্ভদ্বিতীয় স্তম্ভ
i) y – 7 < 20a) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে ছােট
ii) y – 7 > 20b) y-7, 20 এর অসমান
iii) y – 7 ≠ 20c) y-7, 20 - এর থেকে বড়

iv) y – 7 < 20

d) y-7, 20 – এর থেকে বড়
v) y – 7 > 20e) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে বড়


উত্তরঃ i) – d) , ii) – e) , iii) – b) ,  iv) – a) , v) - c)


4. (i) তুমি তােমার দাদার থেকে 5 বছরের ছােট চল ব্যবহার করে তােমার দাদার বয়সকে তােমার বয়সের সাহায্যে প্রকাশ কর ।

সমাধানঃ ধরি আমার বয়স X বছর ।

আর আমি দাদার চেয়ে 5 বছরের ছােট অর্থাৎ দাদা আমার চেয়ে 5 বছরের বড়।

অর্থাৎ , দাদার বয়স (x+5) বছর ।


(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয়মানে বিস্তার করে লেখ ।

সমাধানঃ 5005005 = (5000000 + 5000 + 5)


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


Telegram Group :

 Official telegram group link : click here

4 comments:

  1. THIS APP IS VERY NICE

    ReplyDelete
  2. This is the answer of class 6 math question.... Please upload the math answer of class 8

    ReplyDelete
  3. Please upload answer of class 8 math

    ReplyDelete
  4. Please upload the answer of math class 6.the link is not working please solve this problem.

    ReplyDelete