Model Activity Task |
Model Activity Task Class 6 Math Question and Answers Part 4
PDF Download :
Model Activity Task Class 6 Questions PDF Download Click here
Question And Answers:
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)
i. আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সঙ্খ্যার বিয়ােগফল হলাে -
(a) (00000001 - 9999999) (b) (11111111 9999999) (C) (100000000 - 9999999) (d) (10000000-9999999)
উত্তরঃ (d) (10000000 - 9999999)
ii. 500 সংখ্যাটিকে রােমান সংখ্যায় লিখলে পাব -
(a) C (b) D (c) L (d) M
উত্তরঃ (b) D
iii. (3 x 1/5) কে লেখা যায় -
(a) 5 x 1/3 (b) 1/5 x 1/3 (c) 1/3 + 1/3 + 1/3 + 1/3 + 1/3 (d) 1/5 + 1/5 + 1/5
উত্তরঃ (d) 1/5 + 1/5 + 1/5
2. সত্য মিথ্যো লেখ (T/F)
i. 1/3 ÷ 15 = 5
সমাধানঃ
বামপক্ষঃ 1/3 ÷ 15 = 5
= 1/3 x 1/15
= 1/45 ≠ 5
উত্তরঃ গানিতিক বক্তব্যটি মিথ্যা (F)।
ii. 50 টাকার অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনাে টাকাই পড়ে থাকবে না।
সমাধানঃ
50 টাকার 1/5 অংশ = 5 0 x 1/5 টাকা = 10 টাকা।
অর্থাৎ 10 থেকে 10 টাকা নিয়ে নিলে কোনাে টাকাই পড়ে থাকবে না।
উত্তরঃ গানিতিক বক্তব্যটি সত্যমিথ্যা (T)।
iii. 5510 – এর সব থেকে কাছের 1000 – এর গুনিতকে পূর্ণসংখ্যা হলাে 6000 ।
সমাধানঃ 5510 এর সব থেকে কাছের 1000 এর গুনিত দুটি হল 5000 ও 6000।
5000 ও 5510 এর মধ্যে ব্যাবধান (5510 – 5000) = 510 এবং 5000 ও 6000 এর মধ্যে ব্যাবধান (6000 - 5510) = 490।
অর্থাৎ , 5000 ও 6000 এর মধ্যে ব্যাবধান কম।
উত্তরঃ সত্য।
3. স্তম্ভ মেলাও।
প্রথম স্তম্ভ | দ্বিতীয় স্তম্ভ |
---|---|
i) y – 7 < 20 | a) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে ছােট |
ii) y – 7 > 20 | b) y-7, 20 এর অসমান |
iii) y – 7 ≠ 20 | c) y-7, 20 - এর থেকে বড় |
iv) y – 7 < 20 | d) y-7, 20 – এর থেকে বড় |
v) y – 7 > 20 | e) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে বড় |
উত্তরঃ i) – d) , ii) – e) , iii) – b) , iv) – a) , v) - c)
4. (i) তুমি তােমার দাদার থেকে 5 বছরের ছােট চল ব্যবহার করে তােমার দাদার বয়সকে তােমার বয়সের সাহায্যে প্রকাশ কর ।
সমাধানঃ ধরি আমার বয়স X বছর ।
আর আমি দাদার চেয়ে 5 বছরের ছােট অর্থাৎ দাদা আমার চেয়ে 5 বছরের বড়।
অর্থাৎ , দাদার বয়স (x+5) বছর ।
(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয়মানে বিস্তার করে লেখ ।
সমাধানঃ 5005005 = (5000000 + 5000 + 5)
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
THIS APP IS VERY NICE
ReplyDeleteThis is the answer of class 6 math question.... Please upload the math answer of class 8
ReplyDeletePlease upload answer of class 8 math
ReplyDeletePlease upload the answer of math class 6.the link is not working please solve this problem.
ReplyDelete