Model Activity Task |
Model Activity Task Class 9 History Question and Answers Part 4
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download Click here
Question And Answers:
১. সঠিক উত্তরটি নির্বাচন করাে :
(ক) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন _________ (চতুর্দশ লুই/পঞ্চদশ লুই/ষােড়শ লুই/নেপােলিয়ন)।
উ: ষোড়শ লুই
(খ) কাদিদ’ নামক গ্রন্থটি রচনা করেছিলেন __________ (রুশাে/ভলতেয়ার/মন্তেস্ক/দিদেরাে)।
উ: ভলতেয়ার
(গ) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির যাদুঘর’বলে মন্তব্য করেছিলেন __________ (নেপােলিয়ন/রােবসপিয়ের/মিরাবাে/অ্যাডাম স্মিথ)।
উ: অ্যাডাম স্মিথ
২. ক - স্তম্ভের সাথে খ - স্তম্ভ মেলাও :
উ:
ক -স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
রােবসপিয়ের | সন্ত্রাসের শাসন |
ডিউক অব ওয়েলিংটন | ইংরেজ সেনাপতি |
কুটজফ | রুশ সেনাপতি |
৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) কারা 'ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিলেন?
উ: ইনটেনডেন্ট রা ছিল বুরবো শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মচারী ,প্রধানত রাজস্ব সংগ্রাহক কিন্তু স্থানীয় প্রশাসন, বাণিজ্য, শিল্প প্রভৃতি বিষয় তাদের নিয়ন্ত্রণে থাকতো। লেফবোর এই ইন্টেন্ডেন্ট দের অর্থলোলুপ নেকড়ে বলে উল্লেখ করেছেন।
(খ) লিজিয়ন অব অনার’ কী?
উ: নেপোলিয়নের সামাজিক সংস্কারে একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিয়ন অব অনার। বংশমর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেয়ার জন্য 1802 সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রধানের উদ্যোগ নেন। এই সম্মানকে লিজিয়ন অব অনার বলে।
(গ) অর্ডারস ইন কাউন্সিল' কী?
উ: 1806 সালে নেপোলিয়ন বার্লিন ডিক্রি ঘোষণা করলে তার জবাবে ইংল্যান্ড 1807 সালের 11 Nov একটি ঘোষণা জানান ইউরোপের কোন দেশ পণ্যবাহী জাহাজ ফ্রান্স বা তার মিত্র দেশগুলোর বন্দরে প্রবেশ করতে চায় তাহলে তাদের ইংল্যান্ডকে শুল্ক দিতে হবে এবং এই ঘটনা অস্বীকার করলে সেই সব দেশের পণ্য বহনকারী জাহাজ কে বাজেয়াপ্ত করা হবে । এই ঘোষণা অর্ডার ইন কাউন্সিল নামে পরিচিত।
৪, সাত ৰা আটটি বাক্যে উত্তর দাও :
‘কোড নেপােলিয়ন বিষয়ে একটি টীকা লেখাে।
উ:
ভূমিকা :
ফরাসি বিপ্লবের পূর্বে এবং বিপ্লবের পর ফ্রান্সে যে সমস্ত আইন প্রচলিত ছিল নেপোলিয়ান তা বাতিল করে নিজস্ব আইন চালু করেন যা কোড নেপোলিয়ন নামে পরিচিত নেপোলিয়নের শাসনকালে সবথেকে উল্লেখযোগ্য কাজ হল কোড নেপোলিয়ন।
প্রবর্তন এর কারণ :
কোড নেপোলিয়ন চালু হওয়ার আগে ফ্রান্সের বিভিন্ন প্রদেশের বিভিন্ন আইন প্রচলিত ছিল সেই দিনগুলি ছিল ভ্রান্ত বৈষম্যমূলক পরস্পর বিরোধী এবং সময়ের উপযোগী ছিলনা নেপোলিয়নের সমগ্র ফ্রান্স এ আইন চালু করার জন্য কোড নেপোলিয়ন চালু করেন।
কোড নেপোলিয়ন রচনা :
এই আইন রচনার জন্য তিনি চারজন আইনজীবীর সহায়তা নেন দার্শনিকদের মতে ফরাসি বিপ্লবের আদর্শ চার বছরের চেষ্টায় এই আইন রচনা হয় কোড নেপোলিয়ন এ 228 টি ধারা ছিল
বৈশিষ্ট্য :
কোড নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শে রচিত হয় আইনের দৃষ্টিতে সকলেই সমান ব্যক্তি স্বাধীনতা সামন্ততন্ত্রের অবসান এই আইনের বিশেষত্ব।
উপসংহার :
যেহেতু কোড নেপোলিয়ন ফরাসি বিপ্লবের আদর্শের উচিত তাই ফ্রান্সের জীবনে কোড নেপোলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
Vjkk
ReplyDeleteVery nice and modulus answer
ReplyDelete