Model Activity Task |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।
model activity task class 10 math part 5 model activity task class 10 math part 5 model activity task class 10 math part 5 model activity task class 10 part 5 model activity task class 10 english part 5 model activity task class 10 math part 5 answers
Model Activity Task Class 10 Math Question and Answers Part 5
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
FOLLOW TELEGRAM CHANNEL (4k)
LIVE ANSWERS ON YOUTUBE (36k)
DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP
DOWNLOAD MODEL ACTIVITY TASK APP
Question And Answers:
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQ) :
(i) x ∝ y এবং 5x = 3y হলে, ভেদ ধ্রুবকের মান হবে - (a) 5 (b) 5/3 (c) 3 (d) 3/5 (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
(ii) অমল 5000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলাে - (a) 3:2 (b) 5:6 (c) 6:5 (d) 9:5 (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
(iii) 0 কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করে। 0Q = 9 সেমি, PO = 15 সেমি. হলে PQ-এর দৈর্ঘ্য হবে - (a) 6 সেমি (b) √(15)2 –(9)2 সেমি (c) √(15)2 + (9)2 সেমি (d) 13 সেমি
(iv) দুটি নিরেট গােলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25 : 16 হলে, তাদের আয়তনের অনুপাত হবে (a) 5:4 (b) 64: 125 (c) 4:5 (d) 125 : 64
উ: (d) 125 : 64
2. সত্য/মিথ্যা লেখে (T/F):
(i) একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 II রেডিয়ান। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
উ: সত্য
(ii) AABC-এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD1 BC; সুতরাংAABD ~ ACAD (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
উ: মিথ্যা
(iii) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
উ: সত্য
(iv) শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
(i) একটি বৃত্তে 5.5 সেমি. দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16পরিমাপের কোণ উৎপন্ন করলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করাে। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
(ii) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি. এবং আয়তন 100 II ঘন সেমি হলে, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করাে। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
(iii) x ∝ yz এবং y ∝ zx হলে, দেখাও যে, zএকটি অশুন্য ধ্রুবক। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
4. যুক্তি দিয়ে প্রমাণ করাে যে, যে- কোনাে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। (উত্তরগুলো আরো ভালো করে দেখতে হলে , উত্তরের ছবিটির উপর ক্লিক করুন)
Help full
ReplyDeleteNice👍
Thanks☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
ReplyDelete😃😄☺🤫🤫🤫🤫🤫🤫
DeleteThanks 😊
ReplyDeleteThank
ReplyDeleteyou sir
❤️
ReplyDelete💜 very helpful💜
ReplyDeleteHelpful ❤️❤️
ReplyDelete