Breaking

[3rd Series] Model Activity Task class 7 Bengali Part 6 Answer

Model Activity Task class 7 Bengali Part 6
Model Activity Task


  Accurate and logical answers to all the model activity tasks given by West Bengal Board of Secondary Education for students from class I to class XII are given on our website. All these answers have also been explained through YouTube videos for the convenience of the students.

  Hopefully, our efforts will be welcomed by all students. It can be assumed that questions will come from this Model Activity Task in all the exams of 2021 (eg: Secondary, Higher Secondary) so we would like to ask all the students to answer the questions and answers of this Model Activity Task. Will practice.

Model Activity Task Class 7 Bengali Question and Answers Part 6

PDF Download :

Model Activity Task Class 7 Questions PDF Download 👉 :  Click here


model activity task class 7 history part 6 model activity task class 7 bengali part 6 2021 model activity task class 7 bengali part 6 answers 2021 model activity task class 7 bengali part 6 model activity task class 7 part 6 model activity task class 7 bengali part 1 2 3 6 model activity task class 7 bengali part 6 2021 model activity task class 7 part 6 all subject
FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ 'বাইরের চলাটা আসল নয়।' - প্রকৃত চলা কোন্‌টি?

উত্তরঃ শিবতােষ মুখােপাধ্যায় প্রণীত ‘কার দৌড় কতদূর' নামাঙ্কিত রচনায় লেখকের বিভিন্ন প্রাণী চলাচলের প্রতি নজর দিয়েছে। তার মনে হয়েছে বাইরে চলাটা একমাত্র সত্য নয়। তিনি জানিয়েছেন- এই সব চলার মাঝে যা সত্য কারের চলা তা হল মানুষের চলা তার মান ভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলাের গতিবেগ সম্পন্ন। একমুহূর্তেই মানুষ বিশ্বময় ঘুরে আসতে পারে। তার কোথাও বাধা নেই৷ কোন নিষেধ নেই, মন যেন তার হ্রদ। লেখক জানিয়েছেন ‘মন রথ অবাধা।


১.২ 'জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে।' - কোন্‌ প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে?

উত্তরঃ নােট বই কবিতায় বক্তা তার মেজদার কাছ থেকে ঝােলাগুড় কিসে দেয় সাবানে পটকায় এই প্রশ্নের উত্তর জানবেন।


১.৩ 'আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন।' - কোন্‌ কথার অবতারণালে বক্তার 'ঠাট্টা' মনে হয়েছে?

উত্তরঃ এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি' হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনাে ক্ষতি হয়ে যাবে না!' কী আর হবে! সাইবেরিয়ায় বড়জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে ! অসীমা হেসে ফেলে বলল, ' আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন।


১.৪ জেমস এইচ, কাজিন্‌স কে ছিলেন?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দের পরবর্তী সময় অর্থাৎ ১৯১৯ তিনি দক্ষিণ ভারত পরিক্রমা বেরিয়েছিলেন। সেখানে “থিয়সফিক্যাল কলেজ” এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ, কাজিনস।


১.৫ 'এ ছবি আমি পরেও দেখেছি।' - কোন্‌ দৃশ্যবর্ণনা প্রসঙ্গে একথা এসেছে?

উত্তরঃ মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমােনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন- এ ছবি আমি পরেও দেখেছি। এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে।


১.৬ 'তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন' - কাদের রাজস্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন?

উত্তরঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরীর মধ্যে দিয়ে নিজেদের নাম এই ধরণীর বুকে রেখে যাবেন, তারা ভুল করেছেন। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোন মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন এটা আদৌ সম্ভব নয়। তাই তাদের রাজত্ব অক্ষুন্ন থাকবে না ৷


১.৭ 'নীরব এখানে অমর কিষাণপাড়া।' - কিষাণপাড়াকে 'অমর' বলা হয়েছে কেন?

উত্তরঃ উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত “চিরদিনের কিষাণপাড়ার প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত। কোনােরকম ব্যস্ততা সেখানে নেই ,নেই কোন কোলাহল। দুর্ভিক্ষের পরেও কিষাণপাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে। নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না। তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন।


২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

২.১ 'জীবনের ৪৪০তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে।' - মানুষের সেই কীর্তির কথা 'কার দৌড় কদ্দুর' রচনায় কীভাবে বর্ণিত হয়েছে?

উত্তরঃ শিবতােষ মুখােপাধ্যায় প্রণীত ‘কার দৌড় কদূর' নামাঙ্কিত রচনায় লেখক বলেছেন- মানুষ এখন নিজে চলেই ক্ষান্ত নয়। সে অন্য সবকিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘৌড়দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গমর্ত তােলপাড় করবে। তাই জীবনের ৪৪০ তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে।


২.২ 'তুমি একটা স্পাই।' - কোন্‌ পরিস্তিতিতে বক্তার একথা মনে হয়েছে?

উত্তরঃ স্পাই' শব্দের অর্থ হল চর' অর্থাৎ গুপ্ত সংবাদ আদানপ্রদান করে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ-চোর গল্পে -আলােচ্য উক্তিটিতে স্পাই' বলা হয়েছে

  অসীমাকে এবং বলেছেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরি। যখন পুরন্দর চৌধুরি জানান তার রেকর্ড করার নামের সঙ্গে অসীমার নামটাও ও থাকবে, তখন অসীমা তার নিজের পরিচয় দেয়। কারপভের মেয়ে বলে এবং বলে আমার মা বাঙালি মেয়ে।” গল্প পড়ে জানা যায় অসীমা চরবৃত্তি করেনি সে প্রকৃতিকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল অসীমা চেয়েছিলেন প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক। এইজন্যে অসীমা জানিয়েছেন যে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ৷৷


২.৩ সরলা দেবী তাঁর 'জীবনের ঝরাপাতা' গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন্‌ তথ্য পরিবেশন করেছেন?

উত্তরঃ আমার সােনার বাংলা' গানটি প্রথম গাওয়া হয় ১৯০৫, আগস্ট মাসের ২৫ তারিখে। এই গানটির সুরের বিষয়ে সরলাদেবী তাঁর জীবনের ঝরা পাতা' গ্রন্থে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, কর্তা দাদামহাশয় চুঁচুড়ায় থাকার সময় সময়মতাে বােটের মাঝিদের কাছ থেকে অনেকগুলি বাউল আঙ্গিকের গান সংগ্রহ করেছিলেন সরলাদেবী। তিনি জানিয়েছেন—“ যা কিছু শিখতুম তাই রবিমামাকে শােনাবার জন্য প্রাণ ব্যস্ত। থাকত – তার মতাে সমজদার আর কেউ ছিল না।” 

  রবীন্দ্রনাথ এই গানগুলি মন দিয়ে শুনতেন এবং সেই সুর অনুসারে। নিজের গান রচনা করতেন। আমার সােনার বাংলা' হল তেমন একটি গান। যা বােটের মাঝির কাছ থেকে আহরিত এবং সরলা দেবীর সুরে বসানাে।


২.৪ 'এই ছিল তখনকার কোনো স্বদেশিং মিটিং-এর রীতি।' - রীতিটি কী?

উত্তরঃ রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান' শীর্ষক গদ্যাংশে যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে যে- কোনাে স্বদেশি মিটিং - এর রীতিই ছিল নেতাতি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের সংগীত পরিবেশন।


২.৫ 'সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে।' - উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তরঃ উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে ৷

  ১৩৫০ সালে দুর্ভিক্ষের দিনে মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে। দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয়। চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন। সকাল ঘােষিত পাখির ডাকে। কামার, কুমাের, তাঁতী একসঙ্গে কাজ করে। সারাটা দুপুর চাষী জমিতে পড়ে থাকে। কৃষক-বধূ জল আনতে গিয়ে থমকে দাঁড়ায় পথে৷ তার চোখে পড়ে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে৷

 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

৩.১ 'ঋ, র, ষ এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে ন>ণ হয়।' - প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।

উত্তরঃ ঋণ , বর্ণ , স্মরণ, বরণ, তৃণ, শীর্ণ , ঘৃণা ইত্যাদি।


৩.২ 'পিতৃ ও মাতৃ শব্দের যোগ হলে স্বসৃ শব্দের প্রথম স্‌ হয় ষ।' - উদাহরণ দাও।

উত্তরঃ মাতুঃষাসা বা মাতৃম্বাসা [ মাতুঃ + স্বসৃ, মাতৃ + স্ব)- এর বাংলা অর্থ হলাে

মায়ের ভগিনি , মাসি।

  পিতৃম্বাসা( পিতৃ + স্ব)- এর বাংলা অর্থ হলাে- বাবার ভাই- কাকু, জেঠু।


৩.৩ ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো।

উত্তরঃ কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কনকনে হলাে ভাবপ্রকাশ ধন্যাত্মক শব্দ।

No comments:

Post a Comment