Breaking

Model Activity Task class 9 Life Science Part 4 Answer


Model Activity Task class 9 Life Science Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 9 Life Science Question and Answers Part 4  


PDF Download :


Model Activity Task Class 9 Questions PDF Download Click here


Question And Answers:


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :

১.১ যে পর্বের প্রাণীদের মধ্যে কোলােব্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করাে -

(ক) নিমাটোডা  (খ) নিডারিয়া  (গ) টিনােফোরা  (ঘ) মােলাস্কা

উ: (গ) টিনােফোরা


১.২ নীচের বক্তব্যগুলি পড়াে এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করাে—

(ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি  (খ) টেরিডােফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর  (গ) মােলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত  (ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর

উ: (ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর


১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করাে -

(ক) প্যারেনকাইমা কলা - কোশান্তর রন্ধ উপস্থিত  (খ) আবরণী কলা - ভিত্তিপর্দা উপস্থিত  (গ) ফ্লেরেনকাইমা কলা— জীবিত কোশ উপস্থিত  (ঘ) স্নায়ুকলা - স্নায়ুকোশ এবং নিউরােগ্লিয়া উপস্থিত

উ: (গ) ফ্লেরেনকাইমা কলা— জীবিত কোশ উপস্থিত


২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে :

২.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স ‘হট ডাইলিউট সুপ’ নামে অভিহিত করেন।

উ: মিথ্যা 


২.২ প্রােটিস্টা জাতীয় জীবদের কোশ প্রােক্যারিওটিক প্রকৃতির।

উ: মিথ্যা 


২.৩ নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।

উ: সত্য


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ “এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতাে ছােটো ছােটো খণ্ডক নিয়ে গঠিত”– পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখাে।

উ: পর্বটির নাম অ্যানিলিডা 

অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য সীটা বা প্যারাপডিয়ার সাহায্যে চলাফেরা করে। নেফ্রিডিয়ার সাহায্যে রেচন কার্য চালায় যেমন নেরিস, কেঁচো।


৩.২ এন্ডােপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করাে।

উ: এন্ডোপ্লাজমিক জালিকার তিনটি কাজ নিম্নরূপ সাইটোপ্লাজম এর কাঠামো গঠন করে কোষের আয়তন বৃদ্ধি রাসায়নিক অনুর পরিবহন নিউক্লিয় আবরণী সৃষ্টি করে বিভিন্ন পদার্থের পৃথকীকরণ অমসৃণ অনুগুলির পরোক্ষভাবে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করাে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করাে :

* উপাদান

* কাজ

উ: মানবদেহে যকৃতের অবস্থান মানবদেহের সর্ববৃহৎ এই গ্রন্থিটি মধ্যচ্ছদার ঠিক নিচে উদরগহ্বর এর উপরের দিকে এবং ডান দিকে অবস্থিত।

 মানবদেহে যকৃতের দুটি ভূমিকা :

       1) পিত্ত নিঃসরণ করে ফ্যাট পরিপাকে সাহায্য করে। 

       2) বিভিন্ন প্রকার অ্যান্টিবডি গঠন করে এছাড়া বিভিন্ন প্রকার বিপাকে সাহায্য করে।



বৈশিষ্ট্যজাইলেমফ্লোয়েম
উপাদানমৃত ও সজীব কোষ উপাদান গুলি হল ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু (মৃত), প্যারেনকাইমা (সজীব)মৃত ও সজীব কোষ উপাদান গুলি হল সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা (সজীব) এবং ফ্লোয়েম তন্তু (মৃত)
কাজমূল থেকে পাতায় জল ও খনিজ লবণ পরিবহন করা জল ও খাদ্য সঞ্চয় করা অঙ্গের দৃঢ়তা প্রদান করা।তৈরি করা খাদ্য বস্তু কে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে সরবরাহ করা খাদ্য সঞ্চয় করা অঙ্গের দৃঢ়তা প্রদান করা।


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


Telegram Group :

 Official telegram group link : click here

1 comment: