Breaking

Model Activity Task class 7 Environmental science Part 4 Answer


Model Activity Task class 7 Environmental science Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class Environmental science Question and Answers Part 4

PDF Download :

Model Activity Task Class 7 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:


১. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘x দাও :
১.১ কোনাে বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।
উত্তর: উক্তিটি মিথ্যা (x)।

কারণ: কোন বস্তুকে লীন তাপ দিলে বস্তুর উষ্ণতা। কোন পরিবর্তন হয় না কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়। কিন্তু বােধগম্য তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবে।

১.২ ভিটামিন D-এর অভাবে বেরিবেরি রােগ হয়।
উত্তর: উক্তিটি মিথ্যা (x) ।

কারণ: ভিটামিন B1 বা থিয়ামিন এর অভাবে বেরিবেরি রােগ হয়।

১.৩ কঠিন সােডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনাে অস্তিত্ব নেই।
উত্তর: উক্তিটি সত্য ()।

কারণ: আয়নীয় যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই। কঠিন সােডিয়াম ক্লোরাইড হলাে সােডিয়াম ও ক্লোরিন আয়নের জমাটবদ্ধ অবস্থা।

২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখাে:  P4O2 - P4O10
উত্তর: P4 + 5O2 - P4O10

২.২ মানবদেহে আয়ােডিনের একটি কাজ উল্লেখ করাে।
অথবা, মানবদেহে আয়ােডিনের অভাবে কি হয়?
উত্তর: আয়ােডিন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আয়ােডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় এবং গলা অস্বাভাবিক ভাবে ফুলে যায়। একেই গয়টার বা গলগন্ড বলা হয়। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গিয়ে মহিলাদের বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। তাছাড়াও আয়ােডিনের অভাবে শারীরিক ও মানসিক অবসাদ ও দেখা দিতে পারে।

২.৩ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।
উত্তর: আম দিয়ে তৈরি এমন একটি প্রক্রিয়াজাত খাবার হলাে আমসত্ত্ব।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরাে যােগ করলে কী ধরনের বিক্রিয়া হবে ? বিক্রিয়ার সমীকরণ লেখাে।
উত্তর: কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা বা জিংক যােগ করলে, দস্তা কিউপ্রিক ক্লোরাইড এর মধ্যে কার কপার কে প্রতিস্থাপিত করবে। লালচে বাদামী রং-এর তামা (কপার) শেষ পর্যন্ত এই বিক্রিয়ায় থিতিয়ে পড়বে।

Zn+CuCl2 → ZnCl2 + Cu

কিউপ্রিক ক্লোরাইড এর জলীয় দ্রবণে জিঙ্ক এক টুকরাে যােগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে।

৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়?
উত্তর: ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় বিভিন্ন ভাবে। যেমন:

জলকে ফুটিয়ে: জলকে বিশুদ্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলাে অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় জল ফোটানাে। এটি করলে জলের ভিতর ব্যাকটেরিয়া ও ভাইরাস মারা যায় ও জলের অশুদ্ধি দূর হয়।

পাতন পদ্ধতিতে: পতন হলাে জল পরিশােধনের আর একটি কার্যকর ঘরােয়া পদ্ধতি। একটি বদ্ধ পাত্রে জল কেমন ভাবে ফোটানাে হয় নির্গত জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করাই হল পাতন। এতে জলের অশুদ্ধি দূর হয় ও পাতিত জল পাওয়া যায়।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করাে।
উত্তর: ধরি x°C = x°F অর্থাৎ x উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান।
অর্থাৎ, x/5 = x - 32 / 9
বা, x = -160/4 = -40 
অর্থাৎ  -40° উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে।

৪.২ কোয়াশিওরকর রােগ কেন হয় এবং এই রােগে কী কী লক্ষণ দেখা যায়?
উত্তর: খাদ্য উপযুক্ত পরিমাণ প্রােটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজান কোয়াশিয়রকর রােগ দেখা যায়।

কোয়াশিয়রকর রােগ এর লক্ষণ:

  1. শিশুর গায়ের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়।
  2. শিশুর পেট ফুলে যায়।
  3. দেহ এত অপুষ্টিতে ভােগে যে, দেখে মনে হয় চোখগুলাে যেন ঠিকরে বেরিয়ে আসছে।
  4. হাত ও পা সরু হয়ে যায়।

1 comment: