Model Activity Task |
Model Activity Task Class 5 Environmental Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 5 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
১. সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নীচে দেখানাে হলাে। এটি দেখে প্রশ্নের উত্তর দাও
সুপ্রিয়ার মামার নাম কী?
(ক) বিনয়
(খ) আশিস
(গ) সুবিনয়
(ঘ) বিজয়
উত্তরঃ (খ) আশিস
২, মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করাে।
(ক) মুখবিবর → পাকস্থলি → গ্রাসনালি → ক্ষুদ্রান্ত্র
(খ) মুখবিবর → গ্ৰাসনালি → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র
(গ) মুখবিবর → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র → গ্ৰাসনালি
(ঘ) মুখবিবর → গ্রাসনালি → ক্ষুদ্রান্ত্র → পাকস্থলি
উত্তরঃ (খ) মুখবিবর → গ্ৰাসনালি → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র
৩, ........ উপরের ছবিতে পৃথিবীর ‘ঘ’ চিহ্নিত স্থানে কী হবে?
(ক) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
(খ) খণ্ডগ্রাস সূর্যগ্রহণ
(গ) খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ
(ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না
উত্তরঃ (ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না
৪. বিভিন্ন ধরনের যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও।
(ক) পালকি → দু-চাকা রিকশা → গােরুর গাড়ি → সাইকেল
(খ) গােরুর গাড়ি → পালকি → সাইকেল → দু চাকা রিকশা
(গ) পালকি → গােরুর গাড়ি → দু চাকা রিকশা → সাইকেল
(ঘ) গােরুর গাড়ি → পালকি → দু-চাকা রিকশা → সাইকেল
উত্তরঃ (গ) পালকি → গােরুর গাড়ি → দু চাকা রিকশা → সাইকেল
৫. .............. একটি এলাকার পরিবহণ মাধ্যমের মানচিত্রটি দেওয়া আছে। মানচিত্রটি দেখে বলাে কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারে?
(ক) সাইকেল
(খ) বাস
(গ) মােটরগাড়ি
(ঘ) লরি
উত্তরঃ (ক) সাইকেল
৬. নীচের চিত্রলেখ দুটি দেখাে।
2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যােগান কমে গেছে?
(ক) রুই ও কাতলা
(খ) রুই ও ভেটক
(গ) কাতলা ও ভেটকি
(ঘ) মৌরলা ও ন্যাদেশ
উত্তরঃ (ঘ) মৌরলা ও ন্যাদেশ
৭. একটুকরাে বরফ রােদে রাখলে দু ঘণ্টা পরে তাকে আর দেখা যায় না। একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তির চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে—
(ক) কঠিন → গ্যাস → তরল
(খ) কঠিন → তরল → গ্যাস
(গ) তরল — গ্যাস → কঠিন
(ঘ) গ্যাস → তরল → কঠিন
উত্তরঃ (খ) কঠিন → তরল → গ্যাস
৮. এক চামচ নুন এক কাপ জলে গােলার পরে সেই নুনজলকে দিন রােদে রাখলে যা হবে তা হলাে—
(ক) মুনজল যেমন ছিল তেমনই থাকবে
(খ) নুন উবে যাবে জল পড়ে থাকবে
(গ) নুন বা জল কিছুই পড়ে থাকবে না
(ঘ) জল উবে যাবে নুন পড়ে থাকবে
উত্তরঃ (ঘ) জল উবে যাবে নুন পড়ে থাকবে
৯. মাছ কেটে ছােটো ছােটো টুকরাে করে ধুয়ে রাখা হল। কী করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে?
(ক) বেশি করে নুন মাখিয়ে রােদে শুকিয়ে রাখলে
(খ) খুব ঠান্ডায় রাখা হলে
(গ) নুন-হলুদ মাখিয়ে খুব ঠান্ডায় রাখা হলে
(ঘ) ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে
উত্তরঃ (ঘ) ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে
১০, একই রকমের তিনটে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটায় একটা ফুটবল আকারের নিরেট লােহার বল দ্বিতীয়টায় একটা ক্রিকেট বল আর তৃতীয়টায় পাঁচটা কাচের মার্বেল দেওয়া হল। প্রত্যেক বালতি থেকেই কিছুটা জল উপছে পড়ল। বালতি থেকে যতটা জল উপছে পড়বে তার ক্রম হল—
(ক) প্রথম > দ্বিতীয় > তৃতীয়
(খ) তৃতীয় > দ্বিতীয় > প্রথম
(গ) দ্বিতীয় > তৃতীয় > প্রথম
(ঘ) প্রথম > তৃতীয় > দ্বিতীয়
উত্তরঃ (ক) প্রথম > দ্বিতীয় > তৃতীয়
১১. চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রাবারের টায়ার। প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রম হল –
(ক) রাবার → কাঠ → ধাতু
(খ) ধাতু → কাঠ → রাবার
(গ) কাঠ – ধাতু → রাবার
(ঘ) রাবার → ধাতু – কাঠ
উত্তরঃ (গ) কাঠ – ধাতু → রাবার
১২. লােহা আর লােহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে লােহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হল এই যে—
(ক) লােহা খুব শক্ত ধাতু
(খ) লােহার দাম অত্যন্ত বেশি
(গ) লােহা খুব সহজে পৃথিবীতে পাওয়া যায় না
(ঘ) জল-হাওয়াতে দীর্ঘদিন থাকলে লােহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়
উত্তরঃ (ঘ) জল-হাওয়াতে দীর্ঘদিন থাকলে লােহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়
১৩. তােমরা সকলেই জানাে স্বাস্থ্যই আমাদের সম্পদ। তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয় ?
(ক) প্রতিদিন সকালে হাঁটা
(খ) পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া
(গ) বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া
(ঘ) সাঁতারের অভ্যাস করা
উত্তরঃ (গ) বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া
১৪. ‘আগামী ২৪ ঘণ্টায় ১০ কিমি/ঘণ্টা বেগে ঝােড়াে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে’– টেলিভিশনে এই খবরটা শােনার পর তুমি তােমার আশপাশের মানুষদের কীভাবে সতর্ক করবে?
(ক) ক্ষেতে চাষ করতে যেতে বলবে
(খ) নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যেতে বলবে
(গ) মাঠে খেলতে যেতে বলবে
(ঘ) ঝড়ের সময় পাকাবাড়িতে আশ্রয় নিতে বলবে
উত্তরঃ (ঘ) ঝড়ের সময় পাকাবাড়িতে আশ্রয় নিতে বলবে
১৫. নীরে কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না?
(ক) বৃষ্টির জলে মাটির কণা জলে ধুয়ে গেলে
(খ) অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে
(গ) চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে
(ঘ) কলকারখানা থেকে নিঃসৃত নােংরা জল মাটিতে মিশলে।
উত্তরঃ (গ) চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে
১৬. ছবিগুলি দেখে নীচের প্রশ্নটির উওর দাও :
কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে?
(ক) প্রজাপতি
(খ) মাছ।
(গ) গিরগিটি
(ঘ) চিংড়ি
উত্তরঃ (খ) মাছ।
১৭. ঠিক জোড়াটি নির্বাচন করাে
(ক) জলে ভাসমান গাছ – জবা
(খ) পাহাড়ি অঙুলের গাছ – পাইন
(গ) বালিতে জন্মানাে গাছ – বট
(ঘ) স্যাতস্যাতে জায়গায় জন্মানাে গাছ – ফণীমনসা
উত্তরঃ (খ) পাহাড়ি অঙুলের গাছ – পাইন
১৮. সূর্যের আলাে সােলার প্যানেলে ফেলে বিদ্যুৎশক্তি তৈরি করা হয়। এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হওয়ায় একে বলে অপ্রচলিত শক্তি। এইরকম আরেকটি অপ্রচলিত শক্তির উৎস কী?
(ক) খনিজ তেল
(খ) কয়লা
(গ) জৈব গ্যাস
(ঘ) কাঠ
উত্তরঃ (গ) জৈব গ্যাস
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
Model Activity Task Class 5 Environmental Science MCQ Adaptation Package Answer model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment