Model Activity Task |
Model Activity Task Class 10 physical Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
দশম শ্রেণি
১. কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস?
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) হাইড্রোজেন
উত্তরঃ (গ) নাইট্রাস অক্সাইড
২. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলাে –
(ক) 3g/mol
(খ) 6g/mol
(গ) 32g/mol
(ঘ) 48g/mol
উত্তরঃ (খ) 6g/mol
৩. কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে –
(ক) সদ্ ও অবশীর্ষ
(খ) অসদ ও অশীর্ষ
(গ) সদ্ ও সমশীর্ষ
(ঘ) অস ও সমশীর্ষ
উত্তরঃ (ক) সদ্ ও অবশীর্ষ
8. কোনাে গােলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যদ্র বৃদ্ধ হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে –
(ক) f cm
(খ) 2f cm
(গ) f/2 cm
(ঘ) f/4 cm
উত্তরঃ (খ) 2f cm
৫. বায়ু থেকে আলাে কাচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলাের মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলাের সাপেক্ষে তা হলাে –
(ক) লাল
(খ) নীল
(গ) হলুদ
(ঘ) বেগুনি
উত্তরঃ (ঘ) বেগুনি
৬. A, B ও C তিনটি জলীয় দ্রবণের pH যথাকমে 3, 9 ও 6। এই তিনটি দ্রবণকে কমবর্ধমান আক্সিকতা অনুসারে সাজালে যা হবে তা হলাে –
(ক) A<B<C
(খ) B<C<A
(গ) C<B<A
(ঘ) A<C<B
উত্তরঃ (গ) C<B<A
৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলাে
(ক) Wm -1K
(খ) WmK-1
(গ) Wm -1K-1
(ঘ) WmK
উত্তরঃ (গ) Wm -1K-1
৮. ধাতব পরিবাহীর রােধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
(ক) তিনগুণ হবে
(খ) নয়গুণ হবে
(গ) ছয়গুণ হবে।
(ঘ) বারােগুণ হবে।
উত্তরঃ (খ) নয়গুণ হবে
4 ওহম এবং 12 ওহম রােধের সমান্তরাল সমবায়ের তুল্য রােধের মান হলাে –
(ক) 16 ওহম
(খ) ৪ ওহম
(গ) 3 ওহম
(ঘ) 2 ওহম
উত্তরঃ (গ) 3 ওহম
১০. গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে -
ক) ইলেকট্রন
খ) শুধু ক্যাটায়ন
গ) শুধু অ্যানায়ন
ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
উত্তরঃ ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনােটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই?
ক) NaCl
খ) NaH
5) LIH
ঘ) LiCI
উত্তরঃ 5) LIH
১২. গ্যাস ধ্রুবকের S] একক হলাে –
(7) J mol K
(খ) J mol-1K
(গ) J mol K-1
(ঘ) Jmol-1K-1
উত্তরঃ (ঘ) Jmol-1K-1
১৩. উয়তা বাড়লে কোনাে অর্ধপরিবাহীর রােধাঙ্ক –
(ক) বেড়ে যায়
(খ) কমে যায়।
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) প্রথমে বাড়ে তারপরে কমে যায়
উত্তরঃ (খ) কমে যায়।
১৪. ফ্লেমিংয়ের বাম হও নিয়মে –
(ক) তর্জন প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বােঝায়
(খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বােঝায়
(গ) মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বােঝায়
(ঘ) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যম চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বােঝায়
উত্তরঃ (খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বােঝায়
১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলাে –
(ক) কোনাে পর্যায়ে হ্যালােজেন মৌলটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক
(খ) কোনাে পর্যায়ে নােবল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক
(গ) কোনাে পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক
(ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়
উত্তরঃ (গ) কোনাে পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক
১৬. 24 g কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP-তে তার আয়তন হবে
(ক) 2.24L
(খ) 22.4L
(গ) 33.6L
(ঘ) 44.8L
উত্তরঃ (ঘ) 44.8L
১৭. CHCH(OH)CH, যৌগটির IUPAC নাম হলাে।
(ক) Propan-l-ol
(খ) Propan-2-ol
(গ) Propanonc
(ঘ) Propanoic acid
উত্তরঃ (খ) Propan-2-ol
১৮. যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলাে
(ক) C2H6
(খ) C2H4
(গ) C2H2
(ঘ) C3H6
উত্তরঃ (ক) C2H6
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
mcq adaptation package class 10 physical science mcq adaptation package class 10 life science answers mcq adaptation package class 10 history answers class 10 mcq adaptation package math mcq adaptation package class 10 geography answers mcq adaptation package class 10 pdf mcq adaptation package class 10 math answers mcq adaptation package class 10 mathematics class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
Physical science
ReplyDelete