Breaking

[Question & Answer] SSC 2021 Entrepreneurship Business Assignment 2nd week Answer


SSC 2021 Entrepreneurship Business Assignment 2nd week
SSC Entrepreneurship Assignment


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে সমস্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে যে সমস্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী, এসএসসি ও HSC ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং উন্নতমানের উত্তর আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমেও বুঝিয়ে দেওয়া হয়েছে।
 
  আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা খুবই আগ্রহের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: এসএসসি, HSC) গুলিতে এই অ্যাসাইনমেন্ট থেকেই প্রশ্ন আসবে তাই এই এসাইনমেন্ট গুলি ভালভাবে প্র্যাকটিস করা এবং নোট খাতায় লিখে স্কুলে জমা দেওয়া খুবই জরুরী।


assignment ssc 2021 business studies answer ssc assignment 2021 1st week pdf download ssc 2021 assignment 1st week answer accounting ssc assignment 2021 business studies answer pdf ssc assignment 2021 1st week business studies answer ssc assignment 2021 business studies answer 2nd week ssc assignment 2021 1st week answer ssc assignment 2021 pdf download
টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন (4k)

ইউটিউবে লাইভ উত্তর (36k)

মাধ্যামিক পরামর্শ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন

ডাউনলোড অ্যাপ্লিকেশন


প্রশ্নোত্তর:


বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়


উদ্যোগ এর ভূমিকা নিরূপণ

সামাজিক জীবন মান উন্নয়নে ব্যবসা উদ্যোগের ভূমিকা অপরিসীম। একটি অঞ্চলে বা একটি সমাজে নতুন নতুন ব্যবসা সৃষ্টি হওয়ার মাধ্যমে সেই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন ব্যবসায় উদ্যোগ সৃষ্টির মাধ্যমে মানুষের কর্মস্থল সৃষ্টি হয় এবং মানুষের জীবিকা নির্বাহের পথ সুগম হয়। আমরা আজ জানার চেষ্টা করব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ এর ভূমিকা গুলাে কি কি।


ক) উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ এর ধারণা

উত্তর: যেকোনাে ব্যবসায়ও কোন একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। একটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনায় ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসায় উদ্যোগ বলতে বােঝায় লাভবান হওয়ার আশায় লােকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য জিরাে ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা 

ব্যবসায় উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোক্তা শব্দ একটি অন্যটির সাথে ওতপ্রােতভাবে জড়িত। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা। আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড জাপানের ইলেকট্রিক পণ্য সরকারি প্রতিষ্ঠান চুটিয়া কোম্পানি প্রতিষ্ঠাতা কোন কে সুষীটা বিখ্যাত উদ্যোক্তা ছিলেন।

অবশেষে এটি বলা যায় | কোন কাজের কর্মচেষ্টাই উদ্যোক্তা। উদ্যোগ যেকোনাে বিষয় হতে পারে আর ব্যবসায় উদ্যোগ বলতে বােঝায় লাভবান হওয়ার আশায় লােকসানের সম্ভাবনা জেনে ঝুঁকি নিয়ে কাজ করাকেই লাভবান হওয়া কেই ব্যবসায় উদ্যোগ বলা হয়।


খ) ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের ধারনা

উত্তর: আমাদের দেশে মেধাশক্তির খুব বেশি কাটতে নেই শুধুমাত্র অনুকূল পরিবেশ এর অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত অনুকূল পরিবেশ থাকা উচিত।

i) আর্থ-সামাজিক স্থিতিশীলতা : অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা যেমন ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে তেমনি অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসায় উদ্যোগ এর উপর। প্রভাব ফেলে।

ii) উন্নত অবকাঠামােগত উপাদান : ব্যবসা পরিচালনার জন্য আনুষাঙ্গিক কিছু সুযােগ-সুবিধা যেমন বিদ্যুৎ গ্যাস ও যাতায়াত ব্যবস্থার দরকার। ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এই সকল উপাদান থাকা বাঞ্ছনীয়।

iii) প্রশিক্ষণের সুযােগ : প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযােগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়না। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসা এর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব।

iv) অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি : আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনার সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে।

v) পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা : যে কোন ব্যবসায় উদ্যোগ সফল ভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়ােজন। পর্যাপ্ত পরিমাণে পূজিত মূলধন ব্যবসায়ীকে আরসু প্রসারিত করতে সহায়তা করে।

vi) সরকারি হস্তক্ষেপ : সরকারি পৃষ্ঠপােষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরাে সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন কর্মকৌশল কর মওকুফ, বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করে।


গ) ব্যবসায় উদ্যোগ এর বৈশিষ্ট্য।

উত্তর: ব্যবসায় উদ্যোগ এর ধারণা বিশ্লেষণ কর । যে সকল বৈশিষ্ট্য বা কার্যাবলী লক্ষ্য করা যায় তা হল:

১. এটি ব্যবসায়ী স্থাপনের কর্ম উদ্যে

২. নতুন সম্পদ সৃষ্টি করা ও মূলধন গঠন করা।

৩. ঝুকি আছে জেনেও লাভের আশায় ব্যবসায় পরিচালনা করা।

৪. নিজের জন্য কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা।

৫. সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।

৬. ব্যবসা উদ্যোগের ফলাফল হল এটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান।

৭. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা।

৮. অন্যদের জন্য কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা।

৯. ব্যবসায় উদ্যোগের জন্য একটি ফলাফল হল একটি পণ্য বা সেবা।

১০. মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা।


ঘ) আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ এর গুরুত্ব।

উত্তর: ব্যবসায় উদ্যোগের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গ্রন্থসমূহ নিম্নে বর্ণনা করা হলাে:

১) সম্পদের সঠিক ব্যবহার : ব্যবসায় উদ্যোগ আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও কৃত্রিম সম্পদের সুষঠু ব্যবহার নিশ্চিত করে সম্পদের সঠিক ব্যবহার করে থাকে। এছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়ােগ বৃদ্ধি করা এবং সম্পদের সুষঠু ব্যবহার ও নিশ্চিত করা সম্ভব হয়ে যায়।

২) কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি : আমাদের দেশের সরকারের পাশাপাশি উদ্যোক্তা গ্রহণের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানাস্থাপন পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি হয় যা বেকার সমস্যা দূর উল্লেখযােগ্য ভূমিকা পালন করে থাকে।

৩) দক্ষ মানব সম্পদ সৃষ্টি : বাংলাদেশ একটি জন । দেশ আমাদের এই বিশাল জনসংখ্যা আমাদের সম্পদ হতে পারে কারণ। ব্যবসায় উদ্যোক্তা দেশের অদক্ষ জনগােষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়ােজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে পারে।

৪) জাতীয় উপাদান ও আয় বৃদ্ধি : বসায় উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় উপাদান ও আয় বৃদ্ধি করা সম্ভব হয়। ফলে কার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়।

৫) পরনির্ভরশীলতা হ্রাস : ব্যবসায় উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে সক্ষম হতে পারে। ব্যবসায় উদ্যোগ এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারব।

 সর্বশেষ আমরা বলতে পারি যে উপরােক্ত কাজগুলাে আর্থিক সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ এর গুরুত্ব অনেকাংশে বেশি বলে আমাদের ধারণা।

No comments:

Post a Comment