Breaking

[2ND Series] Model Activity Task class 8 Science Part 5 Answer


Model Activity Task class 8 Science Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 8 Science Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 8 Questions PDF Download 👉 :  Click here




  মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 geography part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও বিজ্ঞান part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও ভূগোল part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 geography part 1 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান class 8 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 geography part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও বিজ্ঞান part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও ভূগোল part 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 geography part 1 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান class 8 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান
FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:


১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে -
(ক) পরিবহন ও পরিচালন পদ্ধতিতে
(খ) পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে
(গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে
(ঘ) বিকিরণ পদ্ধতিতে

উত্তর :  (ঘ) বিকিরণ পদ্ধতিতে

১.২ যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হল -
(ক) সোডিয়াম ক্লোরাইড
(খ) অ্যামোনিয়াম সালফেট
(গ) গ্লুকোজ
(ঘ) অ্যাসিটিক অ্যাসিড

উত্তর : (গ) গ্লুকোজ

১.৩ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল -
(ক) সঞ্চয়ী পুকুর
(খ) হ্যাচারি
(গ) পালন পুকুর
(ঘ) আঁতুর পুকুর

উত্তর : (ঘ) আঁতুর পুকুর

২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ আলুর যে এজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনের ভেঙে ফেলে তার নাম লেখো।

উত্তর : ক্যাটালেজ

২.২ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটনা সম্ভব কিসের জন্য?

উত্তর : বায়ুর মধ্যে জলীয়বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে

২.৩ মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি "ডিপ লিটার"। 'লিটার' কি?

উত্তর : খর, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, তুলে আর জবের তুষ, ভুট্টা, আমের খোলা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোল্ট্রি পাখির বিশেষ ধরনের শয্যাকে লিটার বলে।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?

উত্তর : কোন রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়। যার কারনে বিক্রিয়ক অণু গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।

৩.২ ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়?

উত্তর : নফ্লুয়েঞ্জা রােগের লক্ষণ গুলি হলাে, - জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যাথা, পেশীতে ব্যাথা, মাথাব্যাথা, কাশি, অবষাদগ্রস্থতা।

৪. তিনটি চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g°C। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20°C বৃদ্ধি করতে হলে কত পরিমান তাপ লাগবে তা নির্ণয় করো।

উত্তর : দেওয়া আছে, ভর=70 gm, আপেক্ষিক তাপ=0.09 cal/gm°C

বর্ধিত উষ্ণ = 20°C

আমরা জানি,

প্রয়ােজনীয় তাপ= ভর আপেক্ষিক তাপবর্ধিত উষ্ণতা = 70x0.09x20 cal

৪.২ "জৈব সার অজৈব সারের চেয়ে ভালো" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তর : জৈব সার অজৈব সারের চেয়ে ভালাে বক্তব্যটির কারণ,-

 (i) রাসায়নিকের কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান কয়েক বছর ধরে পুনঃপুন রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণমানতা হ্রাস হয়।কিন্তু জৈব সার মাটির অম্লত্ব ও ক্ষারত্বের নিয়ন্ত্রণে সাহায্য কাজ করে এবং মাটির সহনশীলতা বৃদ্ধি করে।

 (ii) নিরাপদ:জৈব সার ব্যবহারে উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।

 (iii) মাটির জলধারণ বৃদ্ধি:জৈব সার মাটিতে হিউমাস এর পরিমাণ বৃদ্ধি করে ফলে মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়। 

 (iv) অণুজীবের বৃদ্ধি:জৈব সার ব্যবহারে মাটির উপকারী অণুজীবের কার্য্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশ বিস্তারেও তা সহায়ক হয়।

 (v) কম খরচ:কম খরচে শস্যে জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব।

No comments:

Post a Comment