Breaking

[2ND Series] Model Activity Task class 6 Health And Physical Part 5 Answer


Model Activity Task class 6 Health And Physical Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 6 Health and Physical Education Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 6 Questions PDF Download 👉 :  Click here




model activity task class 6 part 5 math model activity task class 7 health and physical education part 5 model activity task class 7 geography part 5 model activity task class 8 geography part 5 model activity task class 6 english part 5 model activity task class 6 bengali part 5
FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

তৃতীয় অধ্যায় : স্বাস্থ্য শিক্ষা


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো -


(ক) সু - অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার? -

(১) স্কুলের শাসন

(২) রোগভোগ

(৩) দৃঢ় মানসিক প্রত্যয়

(৪) অভিভাবকের শাসন


উত্তরঃ (৩) দৃঢ় মানসিক প্রত্যয়


(খ) একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? -

(১) ১ লিটার

(২) ২.৫ - ৩ লিটার

(৩) ৩ - ৫ লিটার

(৪) ৪ - ৫ লিটার


উত্তরঃ (২) ২.৫ - ৩ লিটার


(গ) স্বাস্থ্য কী? -

(১) কেবলমাত্র শারীরিক সুস্থতা

(২) কেবলমাত্র মানসিক সুস্থতা

(৩) কেবলমাত্র সামাজিক সুস্থতা

(৪) পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয় 


উত্তরঃ (৪) পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয় (১) কেবলমাত্র শারীরিক সুস্থতা


(ঘ) মাস্ক ব্যবহারের সুফল কী? - 

(১) শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না

(২) রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না

(৩) শ্বাসপ্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না

(৪) করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে


উত্তরঃ (৩) শ্বাসপ্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না


(ঙ) করোনা __________ রোগ।

(১) ভাইরাস দ্বারা সংক্রামক রোগ

(২) অসংক্রামক রোগ

(৩) বংশগত রোগ

(৪) মশাবাহিত রোগ


উত্তরঃ(১) ভাইরাস দ্বারা সংক্রামক রোগ


২। সারণির মধ্যে সমতাবিধান করো :

বামদিকের

ডানদিকের

(ক) হৃদরোগ

(i) জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট

(খ) আন্ত্রিক

(ii) শারীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি

(গ) কোভিড ১৯

(iii) জলবাহিত রোগ

(ঘ) অসংক্রামক রোগের কারণ

(iv) অসংক্রামক রোগ

উত্তরঃ 

বামদিকের

ডানদিকের

(ক) হৃদরোগ

(iv) অসংক্রামক রোগ

(খ) আন্ত্রিক

(iii) জলবাহিত রোগ

(গ) কোভিড ১৯

(i) জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট

(ঘ) অসংক্রামক রোগের কারণ

(ii) শারীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি


৩। নিজের মতো করে লেখো :


(ক) নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো।

উত্তরঃ নভেল করােনা ভাইরাসের উপসর্গগুলি : 

 a) নভেল করােনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলাে শ্বাস নিতে কষ্ট হওয়া। এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর এবং কাশি অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া। হতে পারে নিউমােনিয়া। 

 b) সাধারণ শুস্ক কাশি ও জ্বরের মাধ্যমে শুরু হয় উপসর্গ।

 c) আক্রান্ত ব্যক্তির বুকে ব্যাথা বা বুকে চাপ ও অনুভব হয়। 

 d)ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যায়।

 e)স্বাদ বা গন্ধ না পাওয়া।

f) আক্রান্ত ব্যক্তি কথা বলার বা হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে।


(খ) নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে ?

উত্তরঃ নভেল করােনা ভাইরাস রােগ প্রতিরােধ আমাদের যে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা হলাে - 

 i) যেহেতু টিকা তৈরি হয়ে গেছে তাই আমাদের প্রত্যেক কে করােনা প্রতিরােধক টিকা নিতে হবে। টিকা নেওয়ার পর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।

 ii) ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতেই হবে।

 iii) অসুস্থ বােধ করলে বাড়িতে থাকতে হবে। 

 iv) জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

 v) ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুবেন ।

 vi) জ্বর কমানাের জন্য প্যারাসিটামল খাবেন ।

 vii) হাঁচি-কাশির সময় টিস্যু না থাকলে কনুই দিযে নাক-মুখ ঢাকিবেন।

 viii) এছাড়াও সংবাদপত্র ও প্রচার গাড়ির মাধ্যমে সবাইকে করােনা ভাইরাসের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানতে হবে।


2 comments: