Breaking

Madhyamik Life Science Suggestion 2020 PDF DOWNLOAD ( দ্বিতীয় অধ্যায় - জনন)। 100% suggestion - Madhyamik suggestion 2020


Madhyamik Life Science Suggestion 2020


                হ্যালো স্টুডেন্ট, আমি জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের জননের অংশ থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব ।

শুরুতে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব,

 তাদের প্রশ্ন মান 1 :
1)   জনন কাকে বলে ?
           উ: যে জৈবনিক পদ্ধতিতে, খনিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। তাকে চলন বলে। অর্থাৎ যে পদ্ধতিতে জীব নিজের মতো আকৃতি এবং নিজের মতো প্রকৃতির সম্পন্ন এক বা তার বেশি সৃষ্টি করে অপত্য জীব তার ফলে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি হয় তাকেই জনন বলে।
  উদাহরণ,   যেমন গরুর বাচুর গরুর মতই দেখতে হয় তাকে উটের মতো দেখতে হয় না।

2)    জনন কয় প্রকার ও কি কি ?
            উ:  প্রধানত দুই প্রকার । যৌন জনন এবং অযৌন জনন।

Madhyamik Life Science Suggestion 2020

3)   যৌন জনন এবং অযৌন জননের গুরুত্ব আলোচনা কর ?
              উ:   জননের গুরুত্ব হলো --

       ক.   অস্তিত্ব রক্ষা করা জনন ।

       খ.   এর মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় ফলে জি প্রজাতির আদর্শ সংখ্যা বৃদ্ধি পায় ও জাতির অস্তিত্ব বজায় থাকে ।

      গ.   এর ফলে নতুন উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার ফলে উপজাতি সদস্য সংখ্যা বেড়ে যায়। চারজন থেকে পাঁচজন এভাবে সদস্য সংখ্যা বাড়তে থাকে ফলে প্রজাতির অস্তিত্ব বজায় থাকে দুই ধারাবাহিকতা অটুট রাখা ।

      ঘ.    জীবজগতে ভারসাম্য রক্ষা করা জীবিদের মৃত্যুজনিত সংখ্যা রাস এর মাধ্যমেই পূরণ হয় প্রতিটি বাস্তুতন্ত্র থেকে বিলুপ্ত হয় না ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে ।



আরো কিছু প্রশ্ন Pdf download link দেওয়া হয়েছে  :::    CLICK HERE

No comments:

Post a Comment